ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
Sharenews24

ভূমিকম্পের সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে যেসব জেলা

২০২৫ নভেম্বর ২২ ১০:১৯:১৫
ভূমিকম্পের সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে যেসব জেলা

নিজস্ব প্রতিবেদক : ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় বাংলাদেশকে মোট তিনটি জোনে ভাগ করেছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে জোন-১ সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ, জোন-২ মাঝারি ঝুঁকিপূর্ণ, আর জোন-৩ সর্বনিম্ন ঝুঁকিপ্রবণ হিসেবে চিহ্নিত।

উচ্চঝুঁকির জোন-১

প্রকাশিত মানচিত্র অনুযায়ী দেশের উত্তর ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি এলাকা সর্বোচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে। বিশেষ করে ফল্ট লাইন বা প্লেট বাউন্ডারির কাছে হওয়ায় নিচের জেলাগুলোকে সবচেয়ে বিপজ্জনক ধরা হয়—

সিলেট ও ময়মনসিংহ বিভাগের ৯টি জেলা

ঢাকা বিভাগের টাঙ্গাইল, গাজীপুর, নরসিংদীর কিছু অংশ

কিশোরগঞ্জ জেলার পুরো অংশ

কুমিল্লা বিভাগের ব্রাহ্মণবাড়িয়া

পার্বত্য অঞ্চলের খাগড়াছড়ি ও রাঙামাটির বেশ কিছু এলাকা

অন্যদিকে খুলনা, যশোর, বরিশাল ও পটুয়াখালী জোন-৩–এ থাকায় ঝুঁকি তুলনামূলকভাবে কম।

পূর্বের ভূমিকম্পের তথ্য

১৯৭৬ থেকে ২০১৫ সাল পর্যন্ত দেশে অন্তত পাঁচ দফা বড় ভূমিকম্প অনুভূত হয়েছে। এর প্রায় সবগুলোর উৎপত্তিস্থল ছিল—

সিলেট

মৌলভীবাজার

রাঙামাটি

বান্দরবান

কক্সবাজার

ফলে ভবিষ্যতে এসব অঞ্চলে আরও বড় কম্পনের সম্ভাবনা রয়েছে। ভারতের আসাম ও মেঘালয়ের সীমান্তঘেঁষা সিলেট ও ময়মনসিংহ অঞ্চলকেও উচ্চঝুঁকিপ্রবণ হিসেবে উল্লেখ করা হয়।

বাংলাদেশের পাঁচটি প্রধান উৎপত্তিস্থল

সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, দেশের চারপাশে পাঁচটি প্রধান ভূমিকম্প উৎপত্তিস্থল আছে—

প্লেট বাউন্ডারি–১: মিয়ানমার থেকে নোয়াখালী পর্যন্ত

প্লেট বাউন্ডারি–২: নোয়াখালী থেকে সিলেট

প্লেট বাউন্ডারি–৩: সিলেট থেকে ভারতের দিকে

ডাউকি ফল্ট: ময়মনসিংহের হালুয়াঘাট এলাকায়

মধুপুর ফল্ট

ঢাকার পরিস্থিতি

রাজউকের পরিসংখ্যান অনুযায়ী ঢাকায় প্রায় ২১ লাখ ভবন রয়েছে। এর মধ্যে—

১৫ লাখ ভবন—দ্বিতল বা নিচু, ঝুঁকি কম

৬ লাখ ভবন—৪ থেকে ৩০ তলা, উচ্চঝুঁকিপূর্ণ

বিশেষজ্ঞরা মনে করেন, শক্তিশালী ভূমিকম্প হলে এসব ভবন ধসে ব্যাপক প্রাণহানি ঘটতে পারে। ঝুঁকিপূর্ণ ভবনগুলো দ্রুত সংস্কার করে ভূমিকম্প-সহনশীল করার পরামর্শ দেওয়া হয়েছে।

বুয়েটের অধ্যাপক ডা. মেহেদী আহমেদ আনসারী বলেন—“বাংলাদেশ অনেক আগে থেকেই ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। সাম্প্রতিক ৫.৭ মাত্রার ভূমিকম্পেই যদি ঢাকা ও আশপাশের ভবন ক্ষতিগ্রস্ত হয়, তবে বড় কম্পনে বিপর্যয় ভয়াবহ হবে। বিল্ডিং কোড মানা ছাড়া রাজধানীতে যে হারে ভবন নির্মাণ হচ্ছে, তা অত্যন্ত উদ্বেগজনক।”

বিশ্বব্যাপী ভূমিকম্পের আগাম পূর্বাভাস, গবেষণা ও প্রযুক্তিতে জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্রসহ উন্নত দেশগুলো বিপুল বিনিয়োগ করছে। বাংলাদেশেও ঝুঁকি মোকাবিলায় সক্ষমতা বাড়ানোর ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে