ঢাকা, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
Sharenews24

স্টারলিংকের ইন্টারনেট নিয়ে আসছে গ্রামীণফোন

২০২৫ নভেম্বর ২০ ০৭:১০:০৭
স্টারলিংকের ইন্টারনেট নিয়ে আসছে গ্রামীণফোন

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত শীর্ষস্থানীয় মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন লিমিটেড এখন থেকে এর ব্যবসায়িক ও কর্পোরেট গ্রাহকদের জন্য স্টারলিংকের স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট পরিষেবা সরবরাহ করবে। অনুমোদিত স্টারলিংক রিসেলার বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)-এর সাথে একটি নতুন অংশীদারিত্ব চুক্তির মাধ্যমে এই সেবা প্রদান করা হবে।

কোম্পানিটি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই চুক্তির অধীনে বিএসসিসিএল গ্রামীণফোনের বিটুবি এবং কর্পোরেট ক্লায়েন্টদের কাছে স্টারলিংকের উন্নত স্যাটেলাইট সংযোগ পৌঁছে দেবে। এর ফলে সীমিত বা কোনো স্থলজ অবকাঠামো নেই এমন এলাকাগুলোতেও উচ্চ-গতির, কম-বিলম্বের ইন্টারনেট সরবরাহ করা সম্ভব হবে। প্রত্যন্ত এবং ভৌগোলিকভাবে চ্যালেঞ্জিং অঞ্চলগুলোতে মিশন-ক্রিটিক্যাল আপটাইম এবং নির্বিঘ্ন ডেটা ট্রান্সমিশনের প্রয়োজন রয়েছে এমন শিল্পগুলো এই পরিষেবা থেকে বিশেষভাবে উপকৃত হবে বলে আশা করা হচ্ছে।

সম্প্রতি জিপি হাউসের বোর্ডরুমে চুক্তিটি স্বাক্ষরিত হয়। বিএসসিসিএল-এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাড. মুহাম্মদ ইমাদুর রহমান এবং গ্রামীণফোনের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আ জমান চুক্তি স্বাক্ষর করেন।

বিএসসিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মুহাম্মদ ইমাদুর রহমান বলেন, "বাংলাদেশের এন্টারপ্রাইজ খাতের জন্য স্যাটেলাইট ব্রডব্যান্ড অ্যাক্সেস সম্প্রসারণে গ্রামীণফোনের সাথে অংশীদারিত্ব করতে পেরে আমরা আনন্দিত। একসাথে, আমরা দেশের ডিজিটাল মেরুদণ্ডকে শক্তিশালী করতে চাই, যাতে সবচেয়ে চ্যালেঞ্জিং পরিবেশেও গুরুত্বপূর্ণ অপারেশনগুলোর জন্য যোগাযোগ অব্যাহত থাকে।"

গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার ড. আসিফ নইমুর রশিদ বলেন, "গ্রামীণফোনে, আমরা আমাদের এন্টারপ্রাইজ গ্রাহকদের জন্য সর্বোত্তম সংযুক্তি সমাধান নিয়ে আসার জন্য অবিরত চেষ্টা করে যাচ্ছি। বিএসসিসিএল এবং স্টারলিংকের সাথে এই সহযোগিতা বাংলাদেশের বিভিন্ন স্থানে পরিচালনাকারী সংস্থাগুলোর জন্য ব্যবসায়িক ধারাবাহিকতা ও স্থিতিস্থাপকতা নিশ্চিত করার ক্ষেত্রে আমাদের প্রতিশ্রুতির আরেকটি পদক্ষেপ।" তিনি আরও যোগ করেন, "স্টারলিংকের উন্নত স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে, আমাদের বিটুবি অংশীদাররা, বিশেষত যারা প্রত্যন্ত শক্তি ক্ষেত্র, উপকূলীয় অপারেশন বা সীমান্ত এলাকায় কাজ করেন, তারা সংযুক্ত, উৎপাদনশীল এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকতে পারবেন।"

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় সংস্থার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে