ঢাকা, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
Sharenews24

বোনাস শেয়ার নিয়ে কে অ্যান্ড কিউ’র বিবৃতি

২০২৫ নভেম্বর ১৯ ২৩:২১:০৯
বোনাস শেয়ার নিয়ে কে অ্যান্ড কিউ’র বিবৃতি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি কে অ্যান্ড কিউ ২০২৪-২৫ সমাপ্ত অর্থবছরের জন্য সুপারিশকৃত বোনাস ডিভিডেন্ডের অনুমোদন এখনও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে পায়নি বলে রেকর্ড ডেটের ঠিক একদিন আগে আজ বুধবার (১৯ নভেম্বর) বিনিয়োগকারীদের জানিয়েছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ডের জন্য যোগ্য হিসেবে চিহ্নিত করতে ২০ নভেম্বরকে রেকর্ড ডেট নির্ধারণ করেছিল। সাধারণত রেকর্ড ডেটে তালিকাভুক্ত যেকোনো কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকে।

কে অ্যান্ড কিউ গত ১০ অক্টোবর সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের জন্য ৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড এবং ৬ শতাংশ বোনাস ডিভিডেন্ডের সুপারিশ করেছিল। তবে সুপারিশকৃত বোনাস ডিভিডেন্ডটি বিএসইসি’র অনুমোদনের উপর নির্ভরশীল ছিল।

কোম্পানির বার্ষিক ঘোষণা অনুযায়ী, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১৩১৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির ইপিএস আগের অর্থবছরের ৬৭ পয়সা থেকে বেড়ে ৯ টাকা ৪৯ পয়সায় দাঁড়িয়েছে। ইপিএস বৃদ্ধির কারণ হিসেবে কে অ্যান্ড কিউ জানিয়েছে, গত অর্থবছরের তুলনায় টার্নওভার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় সমাপ্ত অর্থবছরের মুনাফা এবং শেয়ারপ্রতি আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

কেবল বার্ষিক মুনাফাতেই নয়, কোম্পানিটি চলতি অর্থবছর এর প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্ববর) সেই প্রবৃদ্ধি বজায় রেখেছে। প্রথম প্রান্তিকে বিক্রয় টার্নওভার বৃদ্ধির উপর ভর করে তাদের ইপিএস গত অর্থবছরের একই সময়ের ১ টাকা ১৫ পয়সা থেকে ১৩৭ শতাংশ বেড়ে ২ টাকা ৭৩ পয়সায় পৌঁছেছে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে