ঢাকা, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
Sharenews24

আইপিও অনুমোদনে দীর্ঘসূত্রতা শেয়ারবাজারের বড় সমস্যা

২০২৫ নভেম্বর ১৯ ২৩:০০:১৬
আইপিও অনুমোদনে দীর্ঘসূত্রতা শেয়ারবাজারের বড় সমস্যা

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে নতুন রুলস চূড়ান্ত হওয়ার আগে বিদ্যমান সমস্যাগুলোর সমাধান বের করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম। তাঁর মতে, দীর্ঘদিনের অনিষ্পন্ন নানা সমস্যা শেয়ারবাজারে ভালো কোম্পানির তালিকাভুক্তিতে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর নিকুঞ্জের ডিএসই টাওয়ারে অনুষ্ঠিত ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক অফার অব ইক্যুইটি সিকিউরিটিজ) রুলস, ২০২৫’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিএসই চেয়ারম্যান বলেন, শেয়ারবাজারে অনেক সমস্যা রয়েছে। এসব সমস্যা দূর না হলে ভালো কোম্পানিগুলো তালিকাভুক্ত হবে না। তাই রুলস তৈরি হওয়ার আগেই আলোচনার মাধ্যমে সমস্যা চিহ্নিত করে সমাধান করতে হবে।

তাঁর মতে, রুলস ছাড়া অনেক সময় নিয়ন্ত্রক সংস্থার পক্ষে উদ্যোগ নেওয়া কঠিন হয়ে যায়। ফলে সমস্যাগুলো জমতে থাকে, যা বাজারকে সংকটে ফেলে।

তিনি আরও বলেন, বাজারে ভালো কোম্পানির সংখ্যা খুবই কম। নতুন ও গুণগতমানসম্পন্ন আইপিও আনতে হবে। বাজারের পরিধি বাড়াতে সবার আগে ভালো কোম্পানি বাজারে আনার উপযোগী পরিবেশ তৈরি করতে হবে।

সভায় ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) সভাপতি এস এম গোলাম সামদানী ভূঁইয়া বলেন, আইপিও অনুমোদনে দীর্ঘসূত্রতা শেয়ারবাজারে প্রবৃদ্ধির প্রধান বাধা। বর্তমানে একটি আইপিও অনুমোদন পেতে এক থেকে দেড় বছর লেগে যায়, যেখানে ব্যাংক থেকে মূলধন সংগ্রহ করতে কোম্পানিগুলোর লাগে মাত্র ১৫ দিন থেকে এক মাস।

তিনি বলেন, গত দুই বছরে শেয়ারবাজারে কোনো নতুন আইপিও আসেনি। ভালো আইপিও না থাকায় বাজার নেতিবাচক প্রবণতা কাটাতে পারছে না।

ডিএসই ও ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) যৌথভাবে এ সভার আয়োজন করে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন— বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি), বিজিএমইএ, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ (বিএপিআই) এবং শেয়ারবাজারের বিভিন্ন স্টেকহোল্ডাররা।

সালাউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে