ঢাকা, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
Sharenews24

ডরিন পাওয়ার নিয়ে অডিটরের সতর্কবার্তা

২০২৫ নভেম্বর ১৯ ০৮:৩৩:৩১
ডরিন পাওয়ার নিয়ে অডিটরের সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেডের ব্যবসা অব্যাহত রাখার সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রতিষ্ঠানের অডিটর। কোম্পানিটি নিজেদের কোনো ব্যবসা থেকে রাজস্ব আয় করতে না পারলেও সাবসিডিয়ারি বা সহযোগী প্রতিষ্ঠানের মুনাফা দেখাচ্ছে—এমন পর্যবেক্ষণ থেকেই অডিটরের এই সতর্কতা। বিষয়টি মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশ করা রিপোর্টে প্রকাশিত হয়।

অডিটর জানান, বেসরকারি খাতের বিদ্যুৎ উৎপাদনকারী এই প্রতিষ্ঠানটি শুরুতে তিনটি গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনা করত। কিন্তু পর্যায়ক্রমে তিনটি কেন্দ্রই সরকারের সঙ্গে করা বিদ্যুৎক্রয় চুক্তি (পিপিএ) বাতিল হয়। আর্থিক বিবরণীতে বলা হয়েছে, ৬৬ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই তিন প্ল্যান্টের পিপিএ মেয়াদ শেষ হয়েছে নভেম্বর ২০২৩, ডিসেম্বর ২০২৩ এবং ফেব্রুয়ারি ২০২৪-এ।

চুক্তি শেষ হওয়ায় ২০২৪-২৫ অর্থবছরে এই বিদ্যুৎকেন্দ্রগুলো কোনো রাজস্ব আয় করতে পারেনি। ডরিন পাওয়ারের একক আর্থিক বিবরণীতে দেখা যায়, প্রতিষ্ঠানটি কোনো আয় না থাকায় বছর শেষে ক্ষতিতে পড়েছে—যা দাঁড়িয়েছে ৪ কোটি ৭৬ লাখ ১৬ হাজার টাকা।

তবে সমন্বিত আর্থিক বিবরণীতে প্রতিষ্ঠানটি ৫৮ কোটি ৪৮ লাখ টাকার মুনাফা দেখিয়েছে। কারণ, গ্যাসভিত্তিক তিন প্ল্যান্ট বন্ধ হয়ে গেলেও কোম্পানির তিনটি তেলচালিত (ফার্নেস অয়েল) সাবসিডিয়ারি এখনো কার্যক্রম চালাচ্ছে। এসব কেন্দ্রের মোট উৎপাদনক্ষমতা ২২৫ মেগাওয়াট।

এগুলোর পিপিএ মেয়াদ শেষ হবে—১৬ জুন ২০৩১, ১৬ আগস্ট ২০৩১ এবং ১০ ফেব্রুয়ারি ২০৩৭ তারিখে।

অডিটরের মতে, মূল কোম্পানিটি নিজস্ব আয়ে ঘাটতিতে থাকলেও সাবসিডিয়ারি থেকে ডিভিডেন্ড পাওয়া যাবে। এর মাধ্যমে তাদের পরিচালন ব্যয় মেটানো সম্ভব হবে। তবুও অডিটর উদ্বেগ প্রকাশ করে বলেছেন—মূল ব্যবসা থেকে আয় না থাকা সত্ত্বেও কোম্পানি ধারপত্র পরিশোধ করে যাচ্ছে।

ডরিন পাওয়ারের ব্যবস্থাপনা অবশ্য বলেছে, তারা ভবিষ্যতেও সাবসিডিয়ারির আয়ের ভিত্তিতে কোম্পানির কার্যক্রম চালিয়ে যেতে পারবে এবং ব্যবসা বন্ধ হওয়ার ঝুঁকি নেই। ক্ষতি সত্ত্বেও তাদের প্রত্যাশা—ডিভিডেন্ড আয় ও স্বল্পমেয়াদি ঋণ সহযোগিতায় ব্যবসা টিকিয়ে রাখা সম্ভব।

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে