ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
Sharenews24

‘পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ যৌথভাবে বিবেচনা করা হবে’

২০২৫ নভেম্বর ১৮ ২১:১৭:৪৪
‘পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ যৌথভাবে বিবেচনা করা হবে’

নিজস্ব প্রতিবেদক: দেশের আর্থিকখাতে একীভূত প্রক্রিয়ায় থাকা পাঁচ ইসলামী ব্যাংকের সাধারণ শেয়ারহোল্ডাররা ক্ষতিপূরণ পাবেন কি না—এই প্রশ্নে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদের মন্তব্য। তিনি বলেছেন, এই আলোচনাটি সরকার একেবারেই এড়িয়ে যাচ্ছে না; বরং বিষয়টি জয়েন্টলি (যৌথভাবে) বিবেচনা করা হবে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকরা পাঁচ ব্যাংকের ক্ষতিগ্রস্ত সাধারণ শেয়ারহোল্ডারদের ক্ষতিপূরণ বিষয়ে জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, “দেখি ওদের ব্যাপারে কি করা যায়। জয়েন্টলি আমরা দেখব। এটা আমরা একেবারে ইগনোর করছি না।”

তবে সাংবাদিকদের একাধিক প্রশ্ন সত্ত্বেও তিনি স্পষ্ট করে জানাতে চাননি ক্ষতিপূরণ আদৌ দেওয়া হবে কি না। এ বিষয়ে তিনি বলেন, “এটা বাংলাদেশ ব্যাংককে প্রশ্ন করুন… এটা এখন আমি বলব না।”

এদিকে, এর আগে পাঁচ ইসলামী ব্যাংক—ফার্স্ট সিকিউরিটি ইসলামী, সোস্যাল ইসলামী (এসআইবিএল), এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক—এই পাঁচটির শেয়ার শূন্য ঘোষণা করা হতে পারে এমন গুঞ্জন ছড়িয়ে পড়লে শেয়ারবাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দেয়। বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যাংকগুলোর শেয়ারে ব্যাপক দরপতন হয়।

পরে ১২ অক্টোবর অর্থ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে গুজবের বিষয়টি উল্লেখ করে জানায়, একীভূত প্রক্রিয়ার কারণে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে—এমন সিদ্ধান্ত সরকার গ্রহণ করেনি। বিনিয়োগকারীদের স্বার্থ গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হচ্ছে বলেও জানানো হয়।

তবে এরপর ৫ নভেম্বর এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানান, পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের ইক্যুইটির মূল্য বর্তমানে শূন্যের নিচে অবস্থান করছে। তাই শেয়ারগুলোর ভ্যালু শূন্য হিসেবে বিবেচিত হবে এবং কাউকে কোনও ক্ষতিপূরণ দেওয়া হবে না।

এর ঠিক পরদিন ৬ নভেম্বর বাংলাদেশ ব্যাংক নতুন বিজ্ঞপ্তিতে জানায়, সরকার ক্ষুদ্র শেয়ারহোল্ডারদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারে। এরপর ৯ নভেম্বর সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, গভর্নরের বক্তব্যই চূড়ান্ত সিদ্ধান্ত নয়। চূড়ান্ত সিদ্ধান্ত দেবে সরকার।

সর্বশেষ আজকের বক্তব্যে অর্থ উপদেষ্টা পরিষ্কার করেছেন—শেয়ারহোল্ডারদের ক্ষতিপূরণের প্রশ্নটি বাতিল করে দেওয়া হয়নি; বরং বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আলোচনা ও যৌথ বিবেচনা চলছে।

সালাউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে