ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
Sharenews24

হাসিনাকে যে কারণে ফেরত দেবে না ভারত

২০২৫ নভেম্বর ১৮ ১৮:৪০:৫৯
হাসিনাকে যে কারণে ফেরত দেবে না ভারত

নিজস্ব প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। এরপরই বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে তাকে ফেরত চেয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতের নয়াদিল্লিতে চলে যান। সেই থেকেই তিনি ভারতের মাটিতে অবস্থান করছেন।

বাংলাদেশের পক্ষ থেকে ফেরতের আবেদন জানানো হলে বলা হয়, “মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে আশ্রয় দেওয়া অত্যন্ত অ-বন্ধুত্বপূর্ণ এবং ন্যায়বিচারের প্রতি অবজ্ঞার পরিচায়ক হবে।”

তবে ভারতের দৃষ্টিকোণ ভিন্ন। দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক প্রফেসর সঞ্জয় ভরদ্বাজ আলজাজিরাকে বলেছেন, ভারতের মনে হয়, হাসিনা রাজনৈতিক প্রতিহিংসার শিকার। তাই তাকে ফাঁসিতে ঝোলানোর উদ্দেশ্যে ফেরত দেওয়া হবে না।

জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, হাসিনার নির্দেশে আইনশৃঙ্খলাবাহিনী মাত্র কয়েক দিনের মধ্যে প্রায় ১,৪০০ মানুষকে হত্যা করেছে। তবে ভারতের জন্য এটি রাজনৈতিক এবং কূটনৈতিক পরিস্থিতি বিবেচনা করার বিষয়।

প্রফেসর ভরদ্বাজ বলেন, “যদি হাসিনাকে হস্তান্তর করা হয়, তাহলে যারা ভারত বিরোধী, তাদের বৈধতা দেওয়া হবে। ভারতের দৃষ্টিতে বর্তমানে বাংলাদেশ ভারত বিরোধীদের দ্বারা পরিচালিত হচ্ছে।”

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কও বর্তমানে ততটা উষ্ণ নয়। ভারতের সাবেক হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী বলেন, “শেখ হাসিনাকে ফেরত না দেওয়া পর্যন্ত দুই দেশের মধ্যে অবিশ্বাসের অবস্থা থাকবে। তবে নির্বাচনের পর পরিস্থিতি পরিবর্তিত হতে পারে।”

জিন্দাল গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ প্রফেসর সিধার্ত দত্ত বলেন, “ভারত হাসিনাকে নিয়ে একটি কূটনৈতিক ফাঁদে পড়ে গেছে। তবে ভারতের লক্ষ্য হবে আবার যাতে আওয়ামী লীগ এবং হাসিনা ক্ষমতায় আসে। এটি ভারতের জন্য সবচেয়ে অনুকূল পরিস্থিতি। একই সঙ্গে ভারতকে বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাজ করতে হবে।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে