ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
Sharenews24

৫ ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

২০২৫ নভেম্বর ১৮ ১৫:১৫:৪১
৫ ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক : সংকটে পড়া পাঁচ বেসরকারি ব্যাংক একীভূত করার সরকারের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সাধারণ বিনিয়োগকারী শহিদুল ইসলামের পক্ষে ব্যারিস্টার মাহসিব হোসাইন এই রিট দাখিল করেন। রিটে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থসচিবসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিবাদী করা হয়েছে।

গত ৯ অক্টোবর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক—এই পাঁচ সংকটাপন্ন ব্যাংককে একীভূত করার প্রস্তাব অনুমোদন দেয়। এই পাঁচ ব্যাংককে একত্র করে একটি নতুন শরিয়াহভিত্তিক ব্যাংক গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন ব্যাংকের সম্ভাব্য নাম হিসেবে দুটি প্রস্তাব দেওয়া হয়েছে—‘ইউনাইটেড ইসলামিক ব্যাংক’ ও ‘সম্মিলিত ইসলামিক ব্যাংক’। সংশ্লিষ্টরা জানিয়েছেন, নতুন ব্যাংকটি বাণিজ্যিকভাবে ও পেশাদারিত্বের সঙ্গে পরিচালিত হবে।

সরকার জানায়, ব্যাংকগুলো একীভূত হওয়ার ফলে কোনো কর্মকর্তা-কর্মচারীর চাকরি যাবে না এবং কোনো আমানতকারী তাদের আমানত হারাবেন না। নতুন ব্যাংকের অনুমোদিত মূলধন ধরা হয়েছে ৪০ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন হবে ৩৫ হাজার কোটি টাকা। এই পাঁচ ব্যাংকের সকল সম্পদ এবং দায় নতুন ব্যাংকের অধীনে যাবে। সরকার মোট ২০ হাজার কোটি টাকা মূলধন প্রদান করবে—যার মধ্যে ১০ হাজার কোটি টাকা নগদ এবং বাকি ১০ হাজার কোটি টাকা সুকুক বন্ড ইস্যুর মাধ্যমে যোগান দেওয়া হবে।

এছাড়া বেইল-ইন প্রক্রিয়ার মাধ্যমে প্রাতিষ্ঠানিক আমানতের ১৫ হাজার কোটি টাকা শেয়ারে রূপান্তর করা হবে। বেইল-ইন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে কোনো ব্যাংক সংকটে পড়লে আমানতকারী বা ঋণদাতাদের টাকা সরাসরি বাতিল করা হয় না; বরং তার একটি অংশ শেয়ারে রূপান্তরিত হয়। পরবর্তীতে রেজল্যুশন পরিকল্পনা অনুযায়ী এসব শেয়ার আবার পরিশোধ করা হবে। সুকুক বন্ডের ব্যাখ্যায় বলা হয়, এটি শরিয়াহসম্মত একটি ইসলামি বন্ড, যা সুদনির্ভর বন্ডের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ব্যাংকটি প্রাথমিকভাবে রাষ্ট্রমালিকানাধীন হবে। সরকারের পরিকল্পনা অনুযায়ী পাঁচ বছরের মধ্যে ধাপে ধাপে এর মালিকানা বেসরকারি খাতে হস্তান্তর করা হবে। বাংলাদেশ ব্যাংক আশা করছে, ব্যাংকটি রাষ্ট্রীয় মালিকানাধীন হওয়ায় গ্রাহকদের আতঙ্ক কমবে এবং বিশেষ করে ক্ষুদ্র আমানতকারীরা দ্রুত তাদের টাকা ফেরত পাওয়ার সুযোগ পাবেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে