ঢাকা, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
Sharenews24

১৫ ডিসেম্বরের আল্টিমেটামের আগে পে-স্কেল নিয়ে নতুন দ্বন্দ্ব

২০২৫ নভেম্বর ১০ ১২:০৯:৫৬
১৫ ডিসেম্বরের আল্টিমেটামের আগে পে-স্কেল নিয়ে নতুন দ্বন্দ্ব

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল আগামী বছরের শুরুতে কার্যকর হওয়ার কথা ছিল। অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়ে ছিলেন, জানুয়ারি-মার্চের মধ্যে নতুন পে-স্কেল কার্যকর হবে।

কিন্তু রোববার (৯ নভেম্বর) তিনি নতুন তথ্য দিয়ে বললেন, “আগামী সরকার হয়তো পে-স্কেল কার্যকর করতে পারে। আমরা শুধু প্রক্রিয়া শুরু করেছি।” অর্থাৎ বর্তমান সরকার পে-স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত পরবর্তী সরকারের ওপর ছেড়ে দিয়েছে।

গত ৩১ অক্টোবর পে কমিশনের মতামত নেওয়া শেষ হয়েছে। দেশের বিভিন্ন নীতি-নির্ধারক সঙ্গে আলোচনার পর নির্দিষ্ট সময়েই পে কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। নতুন পে-স্কেল কার্যকর হওয়ার বিষয়ে সরকারি চাকরিজীবীরা উদ্বিগ্ন, কারণ ১৫ ডিসেম্বরের মধ্যে নতুন বেতন কাঠামো ঘোষণা চেয়েছিলেন তারা।

বিশ্লেষকরা মনে করছেন, সরকারের আর্থিক সক্ষমতার সীমাবদ্ধতার কারণে অন্তর্বর্তী সরকার নতুন পে-স্কেল বাস্তবায়ন থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা মন্তব্য করেছেন, নতুন বেতন কাঠামো সরকারি কর্মকর্তাদের যৌক্তিক দাবি হলেও বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে ৮০-১০০ শতাংশ বেতন বৃদ্ধি কার্যকর করা কঠিন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে