ঢাকা, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
Sharenews24

সেই আলোচিত সায়েমুজ্জামান পঞ্চগড়ের নতুন ডিসি

২০২৫ নভেম্বর ১০ ১২:০০:১৩
সেই আলোচিত সায়েমুজ্জামান পঞ্চগড়ের নতুন ডিসি

নিজস্ব প্রতিবেদক: দুদকের সাবেক পরিচালক কাজী মো. সায়েমুজ্জামান পঞ্চগড়ের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন। প্রশাসন মন্ত্রণালয়ের রোববার (৯ নভেম্বর) দেওয়া এক প্রজ্ঞাপনে তাকে পঞ্চগড়ের ডিসি হিসেবে বদলি করা হয়।

বর্তমান ডিসি মো. সাবেত আলীকে বদলি করে কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদে নিয়োগ দেয়া হয়েছে। একসঙ্গে ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, জামালপুর, মেহেরপুর, কিশোরগঞ্জ, ঝালকাঠি, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, জয়পুরহাট, ময়মনসিংহ, মানিকগঞ্জ, চাঁদপুরসহ আরও অনেক জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ বা পদায়ন করা হয়েছে। দুই দিনে মোট ২৯টি জেলায় এই পরিবর্তন কার্যকর হয়েছে।

এর আগে কাজী সায়েমুজ্জামান দুর্নীতি দমন কমিশনের পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে বাংলাদেশ ব্যাংকের ভল্টে অভিযান চালিয়ে আলোচনায় আসেন। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের গোপন ভল্টের তথ্য তিনি প্রথমে সামনে এনেছিলেন। পরে কেন্দ্রীয় ব্যাংক তার বিরুদ্ধে আপত্তি জানালে সায়েমুজ্জামানকে দুদক থেকে সরিয়ে গণপূর্ত মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে