ঢাকা, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
Sharenews24

হুঁশিয়ারি দিয়েছেন প্রেসসচিব শফিকুল আলম

২০২৫ নভেম্বর ১০ ১১:২৬:৪৮
হুঁশিয়ারি দিয়েছেন প্রেসসচিব শফিকুল আলম

নিজস্ব প্রতিবেদক: নিষিদ্ধ আওয়ামী লীগের রাজপথ কর্মসূচি কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

সোমবার (১০ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি বলেন,“বিএএল, এর তাড়না এবং তাদের নেতারা মনে করছেন এটি অক্টোবর ২৮, ২০০৬ আবার। তারা ভাবছে, সেই দিনে যে উপায়ে দুপুরে এক ডজন মানুষকে জবাই করা হয়েছিল এবং রাস্তা দখল করা হয়েছিল, তারা হাজার হাজার মানুষ ঢাকায় পাঠাবে।

দুঃখিত — এটা নতুন বাংলাদেশ। নিষিদ্ধ রাজনৈতিক বা সন্ত্রাসী সংগঠন কর্তৃক যে কোন প্রতিবাদ করা হবে, তা আইনের পূর্ণ শক্তি প্রয়োগ করে রোধ করা হবে। জুলাই বিপ্লবীদের ধৈর্যের পরীক্ষা নিও না। মনে রাখবে, এটা অক্টোবর ২৮, ২০০৬ নয়। এটি জুলাই — চিরকালের জন্য।”

প্রেসসচিবের এই হুঁশিয়ারি দেশের রাজনৈতিক প্রেক্ষাপটকে আবারও উত্তপ্ত করে তুলেছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকতে নির্দেশনা দিয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে