ঢাকা, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
Sharenews24

হঠাৎ যে কারণে কুয়েতের ৯ বিমানের জরুরি অবতরণ

২০২৫ নভেম্বর ১০ ১১:০৪:২৮
হঠাৎ যে কারণে কুয়েতের ৯ বিমানের জরুরি অবতরণ

নিজস্ব প্রতিবেদক: রাজধানী কুয়েত সিটি‑এর উপর দিয়ে প্রবল ঘন কুয়াশা বৈরুত করেছে; দৃষ্টিসীমা ১০০ মিটারেরও কমে যাওয়ার কারণে রোববার (৯ নভেম্বর) বিপত্তিক্ৰমে ৯টি কুয়েতি বিমানের রুট পরিবর্তন করা হয়। এই বিমানেরা সবাই নিরাপদে বসরা আন্তর্জাতিক বিমানবন্দর‑এ অবতরণ করেছে বলে ইরাকি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

ঘন কুয়াশার কারণে কুয়েতের আকাশপথে বিমান চলাচলে বড় ধরনের বিঘ্ন দেখা দিয়েছে। দক্ষিণ বসরা, কুয়েতের উপকূলীয় এলাকা এবং ইরানের আহভাজ অঞ্চলে দৃষ্টিসীমা তীব্রভাবে কমে গেছে।

ইরাকের বিমানবন্দর সংস্থা জানিয়েছে যে, দ্বিতীয় ঊহিত ‘সেকেন্ড ফ্রিডম অফ দ্য এয়ার’ নীতিমালা (Second Freedom of the Air) অনুসরণ করে এসব বিমানের রুট পরিবর্তন করা হয়েছে—প্রযুক্তিগত বা নিরাপত্তাজনিত কারণে পূর্বানুমতি ছাড়াই গাড়ি/বিমানের অন্য দেশে অবতরণ সম্ভব।

বসরা বিমানবন্দরের কর্তৃপক্ষ জানিয়েছেন, উক্ত ৯টি বিমান সহ যাত্রীদের নামিয়ে, অবস্থান শনাক্ত ও পরবর্তী ফ্লাইটের সমন্বয় নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। তারা আরও জানিয়েছেন, জরুরি ধরনের অবতরণের জন্য বিমানবন্দর সম্পূর্ণ প্রস্তুত ছিল।

উল্লেখ্য, কুয়েতের কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর‑এ শনিবার সকালে দৃষ্টিসীমা ১০০ মিটারেরও নিচে নেমে আসে, যার পর শুক্রবার রাত থেকে রবিবার বিকেলের দিকে বিমানবন্দরে কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হয়েছিল।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে