ঢাকা, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
Sharenews24

ক্রিকেট বোর্ডের চার কর্মকর্তা ওএসডি

২০২৫ নভেম্বর ১০ ০৯:১৪:৩৪
ক্রিকেট বোর্ডের চার কর্মকর্তা ওএসডি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের করা যৌন হয়রানির অভিযোগের প্রেক্ষিতে চারজন কর্মকর্তাকে বিশেষ দায়িত্বে (ওএসডি) করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ওএসডি করা কর্মকর্তারা হলেন—ম্যানেজার এস এম গোলাম ফায়েজ,ফিজিও সুরাইয়া আক্তার,কোচ মাহমুদ ইমন এবং কর্মকর্তা সারফরাজ বাবু।

বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়াজ উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন,“বোর্ড সেই সব ব্যক্তিদের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে। এই বিষয়টি বোর্ড অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।”

অভিযোগের প্রধান অভিযুক্ত মঞ্জুরুল ইসলাম, বিসিবির প্রাক্তন ম্যানেজার ও নির্বাচক, বর্তমানে চীনে অবস্থান করছেন। শুক্রবার রাতে এক ফেসবুক পোস্টে তিনি জানান, বিসিবির তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্তকে তিনি স্বাগত জানাচ্ছেন এবং যেকোনো তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত।

এদিকে, বিসিবি শনিবার একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি তারিক উল হাকিম।সদস্য হিসেবে রয়েছেন বিসিবির নবনিযুক্ত পরিচালক রুবাবা দৌলা এবং সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার সরওয়াত সিরাজ শুক্লা।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে