ঢাকা, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
Sharenews24

দলীয় সংকীর্ণতা ত্যাগের ডাক দিলেন ডাকসু ভিপি

২০২৫ নভেম্বর ০৩ ১৭:০৭:০৯
দলীয় সংকীর্ণতা ত্যাগের ডাক দিলেন ডাকসু ভিপি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম সোমবার (৩ নভেম্বর) রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানিয়েছেন জুলাই সনদ কার্যকর করতে এবং দলীয় সংকীর্ণতা পরিহার করতে। ডাকসুর পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

সাদিক কায়েম বলেন, সংবিধান থেকে শুরু করে রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে দলীয়করণ ও কুক্ষিগত করার মাধ্যমে রাষ্ট্রের বিভিন্ন স্তরে ফ্যাসিবাদ তৈরি করা হচ্ছে। জুলাই আকাঙ্ক্ষার আলোকে জুলাই সনদে ৮৭টি মৌলিক কাঠামোগত সংস্কার প্রস্তাবনা রাখা হয়েছে।

তিনি উল্লেখ করেন, একক দল হিসেবে বিএনপি সর্বোচ্চ ১৯টি প্রস্তাবে নোট অব ডিসেন্ট দিয়েছে। এই প্রস্তাবগুলোকে গণভোটে না পাঠানোর চেষ্টা চলছে। জামায়াত ৬টি এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একটি প্রস্তাবে আপত্তি জানিয়েছে।

বিএনপির আপত্তির মধ্যে রয়েছে: সরকারি কর্ম কমিশনে নিয়োগ, ন্যায়পাল নিয়োগ, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক নিয়োগ, দুর্নীতি দমন কমিশনে নিয়োগ, স্বতন্ত্র ফৌজদারী তদন্ত সার্ভিস গঠন, আইনজীবী সমিতি ও বার কাউন্সিল নির্বাচনে রাজনৈতিক প্রভাব বিলোপ, এবং তিনটি সরকারি কর্ম কমিশন গঠনের বিরোধিতা।

জামায়াতের নোট অব ডিসেন্ট ছিল: স্থানীয় সরকারের পূর্ণ আর্থিক নিয়ন্ত্রণ ও বাস্তবায়ন ক্ষমতা এবং সরকারি কর্মকর্তা/কর্মচারীদের স্থানীয় সরকারের অধীনে নিয়ে আসা। এনসিপি জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধির প্রস্তাবে আপত্তি জানিয়েছে।

ঐকমত্য কমিশনের প্রচেষ্টায় সকল রাজনৈতিক দল নোট অব ডিসেন্টসহ জুলাই সনদে স্বাক্ষর করেছে। তবে গণভোটে পাঠানো প্রসঙ্গে পুনরায় রাজনৈতিক অসহিষ্ণুতা ও নেতিবাচক প্রচারণা দেখা যাচ্ছে।

ডাকসু ভিপি বলেন, “বিএনপি, জামায়াতসহ সকল রাজনৈতিক দল যেন একটি সুন্দর বাংলাদেশের জন্য দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে ঐতিহাসিক দায়িত্ব পালন করে। জনগণের চাওয়া-পাওয়া উপেক্ষা করা রাজনীতি পরিহার করুন।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে