ঢাকা, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
Sharenews24

বিশ্ব ইজতেমা কবে জানালেন ধর্ম উপদেষ্টা

২০২৫ নভেম্বর ০২ ১৫:৪১:১৩
বিশ্ব ইজতেমা কবে জানালেন ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: আগামী বছরের বিশ্ব ইজতেমা জাতীয় সংসদ নির্বাচনের পর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

রোববার (২ নভেম্বর) সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ে তাবলিগ জামাতের দু’পক্ষের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ধর্ম উপদেষ্টা বলেন,“যেহেতু নির্বাচন সামনে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন নির্বাচনী প্রস্তুতিতে ব্যস্ত। ইজতেমায় বিপুল মানুষের সমাগম হয়, সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর অংশগ্রহণ অপরিহার্য। তাই সিদ্ধান্ত হয়েছে—ইজতেমা নির্বাচন শেষে হবে।”

তিনি আরও বলেন, নির্বাচনের আগে এত বড় সমাবেশে বিদেশি মেহমানরাও অংশ নেন—যা নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই সরকার মনে করছে, নির্বাচন পরবর্তী সময়ই ইজতেমার জন্য উপযুক্ত।

উপদেষ্টা জানান, এ বিষয়ে তাবলিগ জামাতের উভয়পক্ষ সরকারপক্ষীয় তিন উপদেষ্টার সামনে সম্মতি জানিয়েছে।

“নির্বাচন যদি ফেব্রুয়ারির প্রথম দিকেই হয়, তবে রমজানের আগে ইজতেমা সম্ভব নয়। সেক্ষেত্রে রমজানের পর সুবিধাজনক সময়েই তারিখ নির্ধারিত হবে,” — বলেন তিনি।

দুপক্ষ আলাদাভাবে ইজতেমা করবে কি না— এমন প্রশ্নে ধর্ম উপদেষ্টা বলেন,“বর্তমান পরিস্থিতিতে যৌথভাবে ইজতেমা আয়োজনের সুযোগ নেই। তাই দুপক্ষই আলাদা আলাদাভাবে আয়োজন করবে।”

নির্বাচন পেছানোর কোনো পরিকল্পনা আছে কি না জানতে চাইলে তিনি বলেন,“এ মুহূর্তে নির্বাচনের সময়সূচি পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই। পরিস্থিতি বদলালে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প ও গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে