ঢাকা, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
Sharenews24

অতিরিক্ত সিম বাতিল করবেন যেভাবে 

২০২৫ অক্টোবর ২৭ ০৯:৫৬:২৯
অতিরিক্ত সিম বাতিল করবেন যেভাবে 

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, একটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে সর্বোচ্চ ১০টি সিম কার্ড নিবন্ধন করা যাবে। যেসব গ্রাহকের নামে ১০টির বেশি সিম নিবন্ধিত রয়েছে, তাদের আগামী ৩০ অক্টোবরের মধ্যে অতিরিক্ত সিমগুলো ডি-রেজিস্টার (নিবন্ধন বাতিল) অথবা মালিকানা পরিবর্তন করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে এই নির্দেশনা না মানলে গ্রাহক আইনগত জটিলতায় পড়তে পারেন।

বিটিআরসি জানায়, নির্ধারিত সংখ্যার বেশি সিম অবৈধ হিসেবে গণ্য হবে। অবৈধ সিম ব্যবহারের মাধ্যমে সাইবার অপরাধ ও নিরাপত্তা ঝুঁকি এড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

মোবাইল সিম কার্ডের নিবন্ধন বাতিল করতে প্রথমে সংশ্লিষ্ট অপারেটরের হেল্পলাইনে (যেমন– ১২১) কল করতে হবে। সেখানে জাতীয় পরিচয়পত্র নম্বর এবং অন্যান্য তথ্য যাচাই শেষে সিমটি বন্ধ করে দেওয়া হবে।

এছাড়া জাতীয় পরিচয়পত্রে নিবন্ধিত মোট সিমের সংখ্যা জানতে *16001# ডায়াল করে ফিরতি মেসেজে সব নম্বর দেখা যাবে। কোনো সিম যদি নিজের না হয়, অথবা অতিরিক্ত, অপ্রয়োজনীয় বা পুরোনো হয়ে যায়, সেগুলোর নিবন্ধন অপারেটরের সঙ্গে যোগাযোগ করে বাতিল করা যাবে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর



রে