ঢাকা, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
Sharenews24

শিক্ষাপ্রতিষ্ঠানের অক্টোবরের বিল নিয়ে জরুরি নির্দেশনা

২০২৫ অক্টোবর ২৬ ১৮:৩৮:৩৬
শিক্ষাপ্রতিষ্ঠানের অক্টোবরের বিল নিয়ে জরুরি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সারা দেশের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের অক্টোবর মাসের এমপিও বিল ২৭ অক্টোবর ২০২৫-এর মধ্যে সাবমিট করার নির্দেশ দিয়েছে।

মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক বি এম আব্দুল হান্নানের সই করা পত্রে এই তথ্য জানানো হয়েছে। পত্রে বলা হয়েছে, ১ জানুয়ারি ২০২৫ থেকে সকল এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর বেতন ইএফটিতে সরাসরি প্রেরণ করা হচ্ছে, এবং জুলাই ২০২৫ পর্যন্ত অর্থ ইতোমধ্যেই ব্যাংক হিসাব নম্বরে পাঠানো হয়েছে।

আগস্ট মাস থেকে বিল সাবমিট প্রক্রিয়া অনলাইনে চালু করা হয়েছে। প্রতিষ্ঠান প্রধানরা apps.emis.gov.bd লিংকে লগ-ইন করে তাদের প্রতিষ্ঠানের এমপিও সংক্রান্ত তথ্য আপডেট ও বিল দাখিল করবেন। প্রতিটি শিক্ষক-কর্মচারীর জন্য প্রাপ্য এমপিও নির্ধারণ করে আলাদাভাবে বিল সাবমিট করতে হবে।

নিহত বা পদত্যাগ করা শিক্ষক-কর্মচারীর প্রাপ্যতা, সাময়িক বরখাস্ত বা অনুমোদনহীন অনুপস্থিতির কারণে বেতন কর্তন সংক্রান্ত তথ্যও সাবমিট করতে হবে। ভুল তথ্যের কারণে এমপিও অর্থ ইএফটিতে না গেলে তার দায়ভার প্রতিষ্ঠান প্রধানের ওপর থাকবে।

মাউশি সব প্রতিষ্ঠান প্রধানকে ২৭ অক্টোবর, ২০২৫-এর মধ্যে অক্টোবর মাসের এমপিও বিল অনলাইনে দাখিল করার জন্য অনুরোধ করেছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে