ঢাকা, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
Sharenews24

বোনের যৌন বিলাশিতায়, ভাইয়ের ভয়ংকর মৃত্যু

২০২৫ অক্টোবর ২৪ ১০:১৮:৩৪
বোনের যৌন বিলাশিতায়, ভাইয়ের ভয়ংকর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ভদ্রঘাট এলাকার কোটির চরে বুদ্ধিপ্রতিবন্ধী শামীমের হত্যাকাণ্ড নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রথমে এই হত্যাকাণ্ড রহস্যে ঘেরা ছিল, কারণ সিআইডি এবং পিবিআইয়ের মতো তদন্ত সংস্থাগুলো বারবার এটিকে আত্মহত্যা বললেও, দুটি চাঞ্চল্যকর স্বীকারোক্তি এবং অনেক অসঙ্গতি ভিন্ন এক চিত্রের ইঙ্গিত দেয়।

শামীম তার বোন রেশমার সাথে একটি ছোট বাড়িতে বসবাস করতেন। তাদের পরিবারে অভাব ছিল, তাই রেশমা বাড়ির কাছে একটি প্রতিষ্ঠানে কাজ শুরু করেন। এর কিছুদিন পর শামীমকে খুন করা হয়। সিরাজগঞ্জ ডিবি পুলিশ এই হত্যাকাণ্ডের তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে তারা কোনো সূত্র খুঁজে পাননি, কারণ এসিড দিয়ে ঝলসে দেওয়ায় শামীমের মরদেহ শনাক্ত করা কঠিন ছিল।

তবে, দীর্ঘ ২ মাস ২১ দিন পর, তদন্ত নতুন মোড় নেয়। ২ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে শামীম গোসল করতে বের হলেও আর বাড়ি ফেরেননি। তার বাবা শামীমের খোঁজ নিতে গিয়ে দেখেন গ্রামের পাশেই একটি পুকুরের কিনারায় গলায় গামছা পেঁচানো, ক্ষতবিক্ষত এবং এসিডে ঝলসে যাওয়া একটি অর্ধগলিত মরদেহ। শামীমের বাবা তার ছেলেকে শনাক্ত করেন, যা পরিবারের ওপর নেমে আসে এক শোকের ছায়া।

তদন্তকারী দল টপু নামের এক সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজে পান, যার মোবাইল ফোনে একটি এসএমএস পাওয়া যায়। এই এসএমএস থেকে জানা যায় যে, ২ তারিখ রাত ১০টায় শামীমকে হত্যার বর্ণনা ছিল। টপুকে জিজ্ঞাসাবাদ করা হলে প্রথমে সে অস্বীকার করে। পরে তাকে তার প্রেমিকার সম্মানহানির ভয় দেখানো হলে সে সম্পূর্ণ ঘটনা খুলে বলে।

টপুর স্বীকারোক্তি অনুযায়ী, শামীমের আপন ছোট বোন রেশমা ছিলেন এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী। রেশমার অবৈধ সম্পর্ক ফাঁস করে দেওয়ার কারণে শামীমকে হত্যা করা হয়। রেশমা ও তার কয়েকজন সহযোগী মিলে শামীমকে একটি বাড়িতে ধরে নিয়ে যায়। রেশমার নির্দেশে গোলাম মোস্তফা ও সুমন চন্দ্র ভৌমিক শামীমের হাত চেপে ধরে। শফিকুর ইসলাম শামীমের বুকে ছুরি দিয়ে আঘাত করে। আর রেশমা তার ভাইয়ের শরীরে এসিড ঢেলে দেয়। মৃত্যু নিশ্চিত হওয়ার পর, শামীমের মরদেহ রেশমার কর্মস্থলের পাশের একটি পুকুরে ফেলে দেওয়া হয়।

এই ঘটনায় রেশমা এবং আরও ছয়জন জড়িত ছিলেন। তাদের সকলকে আটক করা হয়েছে। এই হত্যাকাণ্ড পুরো সমাজের বিবেককে প্রশ্নবিদ্ধ করেছে, যেখানে অনৈতিকতার প্রতিবাদ করায় ভাইকে প্রাণ হারাতে হয়।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে