ঢাকা, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
Sharenews24

পর্দার আড়ালে বিএনপি–এনসিপি সমঝোতা, আসন বণ্টনে দর কষাকষি

২০২৫ অক্টোবর ২৩ ২০:৪৯:০৪
পর্দার আড়ালে বিএনপি–এনসিপি সমঝোতা, আসন বণ্টনে দর কষাকষি

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্র সংস্কার, জুলাই সনদ এবং রাজনৈতিক অবস্থান— এসব ইস্যুতে গত কয়েক মাস ধরেই বিএনপি ও এনসিপির (ন্যাশনালিস্ট চেঞ্জ পার্টি) মধ্যে সম্পর্কের টানাপোড়েন দৃশ্যমান হয়েছে। রাজনীতির মাঠে প্রকাশ্যে দুই দলের নেতাদের মধ্যে পারস্পরিক সমালোচনা এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে।

বিশেষ করে রাষ্ট্র সংস্কার ইস্যুতে দুই দলের অবস্থান ভিন্ন হওয়ায় সম্পর্ক আরও শীতল হয়েছে। বিএনপি নেতারা এনসিপির ছাত্র উপদেষ্টাদের নিয়ে একাধিকবার নেতিবাচক মন্তব্য করেছেন, অন্যদিকে এনসিপির নেতারাও প্রকাশ্যে বিএনপির ভূমিকা ও নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন।

এর পাশাপাশি, দেশের বিভিন্ন স্থানে এনসিপির কর্মসূচিতে হামলা বা বাধা দেওয়ার অভিযোগও উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এসব ঘটনায় দুই দলের সম্পর্ক আরও তিক্ত হয়ে ওঠে।

তবে রাজনৈতিক সমীকরণ পাল্টে যাওয়ায় এখন পর্দার আড়ালে চলছে ভিন্ন ধরনের আলোচনাও। বিএনপির সঙ্গে নির্বাচনি সমঝোতা বা সম্ভাব্য জোট গঠনের বিষয়ে দুই দলের নেতাদের মধ্যে যোগাযোগ রয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে।

জোটে বিভক্ত মত এনসিপির ভেতরেই

এনসিপির গুরুত্বপূর্ণ কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপির সঙ্গে জোট গঠনের বিষয়ে দলটির ভেতরে দুই ধরনের মত বিদ্যমান। একটি অংশ মনে করে— যদি বিএনপি পর্যাপ্ত আসন ছাড় দেয় (৩০–৪০টির মতো), তবে নির্বাচনে জোটে যাওয়া লাভজনক হতে পারে। অন্য অংশের মতে, বিএনপি আসন ছাড় দিলেও বিএনপির বিদ্রোহী প্রার্থীরা স্বতন্ত্রভাবে নির্বাচন করলে জোটের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে।

বিএনপির একাধিক নেতা জানিয়েছেন, এনসিপির সঙ্গে জোট বা সমঝোতার সম্ভাবনা পুরোপুরি নাকচ নয়। অনানুষ্ঠানিক যোগাযোগ চলছে এবং বিএনপি প্রায় ২০টি আসন ছাড়ের প্রস্তাব দিতে পারে বলেও জানা গেছে।

বিএনপির অভ্যন্তরীণ এক সূত্রের তথ্য অনুযায়ী, এই ২০ আসনের মধ্যে ৮টি আসনে এনসিপির জয় সম্ভাবনা বেশি, যদি বিএনপি বিদ্রোহী প্রার্থী না দেয়। বাকি আসনগুলো জোটের ভারসাম্য রক্ষার জন্য ছাড় দেওয়া হতে পারে।

তরুণ ভোটারদের লক্ষ্য করে নতুন কৌশল

বিএনপি এবার নির্বাচনে তরুণ প্রার্থীদের বেশি গুরুত্ব দিতে চায়। দলটির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের কাছে পাঠানো বার্তায় তরুণ প্রার্থী মনোনয়নের আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছেন দলের একজন দায়িত্বশীল নেতা। এই কৌশলের অংশ হিসেবেই তরুণ নেতৃত্বধারী দল এনসিপিকে জোটে টানার চেষ্টা করছে বিএনপি।

বিএনপির অভ্যন্তরীণ বিশ্লেষণ অনুযায়ী, দেশের ভোটারদের প্রায় ৬০ শতাংশই তরুণ, আর ২০০৮ সালের পর থেকে তারা কোনো কার্যকর ভোটে অংশ নেয়নি। এখন এই ভোটাররাই প্রথমবারের মতো প্রভাব বিস্তার করতে পারেন।

জুলাইয়ের গণ-অভ্যুত্থান, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনসহ সাম্প্রতিক ঘটনাগুলোয় দেখা গেছে— তরুণরা তাদের নিজস্ব নেতৃত্ব বেছে নিচ্ছে, যেখানে বিএনপি সমর্থিত ছাত্রদল তুলনামূলকভাবে পিছিয়ে আছে।

এ কারণেই দলের ভেতর থেকে তারেক রহমানের কাছে বার্তা গেছে, যেন এবারের নির্বাচনে তরুণ, ত্যাগী এবং আন্দোলন-অভিজ্ঞ প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়— প্রয়োজনে আর্থিক সহায়তা দিয়েও।

তহা/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে