ঢাকা, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
Sharenews24

ফারইস্টের সাবেক চেয়ারম্যান নজরুল রিমান্ডে

২০২৫ অক্টোবর ২৩ ১৭:২৩:১৩
ফারইস্টের সাবেক চেয়ারম্যান নজরুল রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর দায়রা জজ আদালত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে দুদক মামলা করেছে।

আদালতে হাজির করার পর দুদকের উপপরিচালক মো. মশিউর রহমান তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। তবে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড অনুমোদন দেন।

গত ৩১ জুলাই দুদকের উপপরিচালক সৈয়দ আতাউল কবির বাদী হয়ে নজরুল ইসলামসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা করেন। অভিযোগ, তারা তোপখানা রোডের একটি জমি ও স্থাপনা অনিয়ম করে ২০৭ কোটি টাকায় কেনাবেচা করে প্রায় ৪৫ কোটি টাকা আত্মসাত করেন। এই অর্থ বিভিন্ন ব্যাংকে স্থানান্তর এবং গোপন করে রাখা হয়েছে বলে মামলায় উল্লেখ রয়েছে।

মামলায় অর্থ পাচার প্রতিরোধ আইন, দুদক আইন ও দণ্ডবিধি অনুযায়ী শাস্তির দাবি করা হয়েছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে