ঢাকা, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
Sharenews24

এনসিপিকে শাপলা প্রতীক না দেওয়ার পক্ষে নীলা ইসরাফিলের যুক্তি

২০২৫ অক্টোবর ২০ ১০:৫৪:৩০
এনসিপিকে শাপলা প্রতীক না দেওয়ার পক্ষে নীলা ইসরাফিলের যুক্তি

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের প্রতীক হিসেবে ‘শাপলা ফুল’ চাইছে—এ দাবির বিরুদ্ধে সোজাসাপ্টা ব্যাখ্যা দিয়েছেন এনসিপির সাবেক নেত্রী ও অভিনেত্রী নীলা ইসরাফিল।

রবিবার (১৯ অক্টোবর), এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নির্বাচন কমিশনের কাছে শাপলা প্রতীক চেয়ে লিখিত আবেদন জানান। একই সঙ্গে প্রতীক নির্ধারণে নীতিমালা প্রণয়নের দাবি তোলে দলটি।

এর জবাবে নীলা ইসরাফিল সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘শাপলা শুধু ফুল নয়, এটি বাংলাদেশের জাতীয় প্রতীক। এটি কোনো দলের হতে পারে না।’

তিনি ব্যাখ্যা করেন, সংবিধানের দ্বিতীয় তফসিলে স্পষ্ট বলা আছে যে, শাপলা ফুল বাংলাদেশের জাতীয় প্রতীকের কেন্দ্রবিন্দু। এ কারণেই, ১৯৭২ সালের প্রতীক বরাদ্দ ও নিবন্ধন আদেশ অনুযায়ী, কোনো রাজনৈতিক দলকে জাতীয় প্রতীক বরাদ্দ দেওয়া আইনসম্মত নয়।

নীলা বলেন,“শাপলা প্রতীককে কোনো দলকে দিলে তা হবে রাষ্ট্রীয় প্রতীকের অপব্যবহার। এটি যেমন সংবিধান বিরোধী, তেমনি নৈতিকভাবেও অগ্রহণযোগ্য।”

তিনি ধানের শীষ প্রসঙ্গ তুলে বলেন,“ধানের শীষ জাতীয় প্রতীক নয়, এটি একটি কৃষিভিত্তিক চিহ্ন। আর শাপলা জাতীয় ফুল — বাংলাদেশের পরিচয় বহনকারী প্রতীক।”

নীলা আরও যোগ করেন,“শাপলা মানে বাংলাদেশ, আর বাংলাদেশ কোনো দলের নয়। আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি, তারা চাই রাষ্ট্র থাকুক রাষ্ট্রের জায়গায় — দলীয় মালিকানায় নয়।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে