ঢাকা, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
Sharenews24

চাকরিজীবীদের জন্য আসছে বড় সুখবর

২০২৫ অক্টোবর ২০ ১০:৪৩:২৯
চাকরিজীবীদের জন্য আসছে বড় সুখবর

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের জন্য আসছে বড় সুখবর। চলতি সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন জাতীয় বেতন কাঠামো (পে-স্কেল) কার্যকরের প্রস্তুতি চলছে। সবকিছু ঠিক থাকলে ২০২৫ সালের জানুয়ারি থেকেই এই নতুন বেতন কাঠামোর সুবিধা পাবেন দেশের লাখো সরকারি কর্মকর্তা-কর্মচারী।

এ উদ্দেশ্যে জাতীয় পে কমিশন ইতোমধ্যেই গঠন করা হয়েছে। কমিশন চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সরকারের কাছে তাদের চূড়ান্ত সুপারিশ জমা দেবে। এরপর গেজেট আকারে পে-স্কেল প্রকাশ করে কার্যকর করার পরিকল্পনা রয়েছে বলে নিশ্চিত করেছে অর্থ বিভাগ।

কী থাকছে নতুন কাঠামোয়?

সর্বনিম্ন বেতন: ২৫,০০০ টাকা

সর্বোচ্চ বেতন: ১,৫০,০০০ টাকা

বাড়তে পারে: চিকিৎসা, শিক্ষা ও পদোন্নতির ভাতা

বাতিল হতে পারে: কিছু পুরনো ভাতা ও অতিরিক্ত সম্মানিভিত্তিক সুবিধা

ভিন্নধর্মী প্রস্তাব: ‘সাকুল্য বেতন’ বা একত্রিত পারিশ্রমিক কাঠামো, যেখানে অতিরিক্ত কোনো ভাতা থাকবে না

সরকারি কর্মকর্তাদের সভা-সেমিনারে অংশগ্রহণের সম্মানি বাতিলের প্রস্তাবও কমিশনে উঠেছে। এতে প্রতিবছর প্রায় ১ হাজার কোটি টাকার ব্যয় হ্রাস করা সম্ভব হতে পারে বলে জানিয়েছে সূত্র।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “পে-কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য সংশোধিত বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হবে। গেজেট প্রকাশের পরই নতুন কাঠামো কার্যকর করা সম্ভব।”

এদিন অর্থ বিভাগের কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি নতুন প্রস্তাবনা জমা দেয়, যেখানে বেতন কাঠামোর নতুন রূপরেখা উল্লেখ করা হয়েছে। একই দিনে কমিশন ও সমিতি নেতাদের মধ্যে বৈঠকও হওয়ার কথা রয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে