ঢাকা, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
Sharenews24

চীনের ‘ব্রেইন ক্যামেরা’ নিয়ে আতঙ্কে বিজ্ঞানীরা

২০২৫ অক্টোবর ১৫ ১১:৫২:০৮
চীনের ‘ব্রেইন ক্যামেরা’ নিয়ে আতঙ্কে বিজ্ঞানীরা

নিজস্ব প্রতিবেদক: ক্যামেরার কাজ সাধারণত সীমাবদ্ধ থাকে সুন্দর মুহূর্তগুলো বন্দি করার মধ্যে। কিন্তু আধুনিক প্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে এখন এমন এক ক্যামেরা তৈরি হয়েছে, যা শুধু ছবি তোলে না, বরং মানুষের মতো চিন্তা-ভাবনা করতে সক্ষম। চীনের বিজ্ঞানীরা এই অসাধারণ প্রযুক্তি বাস্তবে প্রয়োগ করেছেন।

তারা তৈরি করেছেন ‘ব্রেইন ইন্সপায়ার্ড ভিশন চিপ’ (Brain-Inspired Vision Chip) নামে এক অনন্য চিপ, যা মেশিনকে কেবল দেখতে শেখায় না, একই সঙ্গে বোঝতেও সক্ষম করে। এই চিপ মানুষের চোখ ও মস্তিষ্কের সমন্বয়ে কাজ করে, যেখানে চোখ চারপাশ দেখে এবং মস্তিষ্ক সেই দৃশ্যের অর্থ বুঝে। ক্যামেরায় কোনো দৃশ্য ধরা পড়লেই চিপটি তা বিশ্লেষণ করে সেটি গাছ, গাড়ি, মানুষ কিংবা রোবট কিনা এবং তা চলমান না স্থির—সব তথ্য সনাক্ত করে।

এই চিপের কর্মক্ষমতা মানুষের চোখের চেয়ে অনেক দ্রুত। এক সেকেন্ডে প্রায় ১০ হাজার ফ্রেম বিশ্লেষণ করতে পারে, অর্থাৎ চোখের পলক পড়ার আগেই বুঝে ফেলে সামনে কী ঘটছে। বৃষ্টি, কুয়াশা কিংবা অন্ধকারে এর কার্যকারিতা কমে না, বরং কম আলোতেও স্পষ্টভাবে দৃশ্য চিনতে সক্ষম। চিপটি অপ্রয়োজনীয় তথ্য ফিল্টার করে শুধু প্রয়োজনীয় ডেটা সংরক্ষণ করে, ফলে গতি ও দক্ষতা বজায় থাকে।

বর্তমানে এই প্রযুক্তিটি সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে স্বচালিত গাড়িতে। গাড়ির ‘চোখ’ হিসেবে এটি রাস্তায় মানুষ, গাছ, সাইকেল বা অন্যান্য বাধা চিনে ফেলে এবং সঙ্গে সঙ্গেই সিদ্ধান্ত নেয় ব্রেক দেওয়ার প্রয়োজন কিনা বা ঘুরে যেতে হবে কিনা। এছাড়াও রোবট ও ড্রোনেও এটি ব্যবহৃত হচ্ছে, যার ফলে রোবট নিজে থেকেই পথ চিনে চলতে পারে, বিপদ বুঝে থেমে যায় এবং মানুষের উপস্থিতি শনাক্ত করতে পারে। শিল্প কারখানায় খারাপ পণ্য আলাদা করতে এবং চিকিৎসা ক্ষেত্রে এক্স-রে বা এমআরআই ছবির সূক্ষ্ম ভুল ধরতেও এই প্রযুক্তি কাজে লাগানো হচ্ছে।

চীনের ত্সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানাচ্ছেন, এই প্রযুক্তি মানুষের চোখ ও মস্তিষ্কের দৃষ্টিপ্রক্রিয়ার আদলে তৈরি, যা মেশিনকে একটি ধরনের সচেতনতা প্রদান করে। এই বুদ্ধিমান চোখ কেবল প্রযুক্তির উন্নয়নই নয়, মানবসভ্যতাকে নতুন যুগের দিকে নিয়ে যাচ্ছে।

আজকের দিনে আমরা যে ক্যামেরাকে শুধু ছবি তোলার যন্ত্র ভাবি, আগামীতে সেটিই হয়তো আমাদের সঙ্গে ভাবতে শুরু করবে। মানুষের মতো দেখতে, বুঝতে এবং সিদ্ধান্ত নিতে সক্ষম এই চিপ হয়তো একদিন ছবি তোলার সময়ই বলবে, “একটু সরে দাঁড়াও, পেছনে গাড়ি আসছে।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর



রে