ঢাকা, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
Sharenews24

পাসপোর্ট র‍্যাঙ্কিংয়ে চমকপ্রদ উল্টাপাল্টা

২০২৫ অক্টোবর ১৫ ১০:৩৯:১৮
পাসপোর্ট র‍্যাঙ্কিংয়ে চমকপ্রদ উল্টাপাল্টা

নিজস্ব প্রতিবেদক: হেনলি পাসপোর্ট ইনডেক্স চালু হওয়ার পর প্রথমবারের মতো বিশ্বের সবচেয়ে শক্তিশালী শীর্ষ ১০ পাসপোর্টের তালিকায় জায়গা হারিয়েছে যুক্তরাষ্ট্র। ২০১৪ সালে যেখানে আমেরিকান পাসপোর্ট ছিল শীর্ষে, এখন সেটি নেমে এসেছে ১২তম স্থানে। একই অবস্থানে রয়েছে মালয়েশিয়াও।

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট

বর্তমানে সিঙ্গাপুর ১৯৩টি দেশে ভিসা ছাড়াই প্রবেশাধিকার পেয়ে রয়েছে শীর্ষে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া (১৯০টি দেশ) ও জাপান (১৮৯টি দেশ)। এই তালিকাটি আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা (IATA)-র তথ্যের ভিত্তিতে হেনলি অ্যান্ড পার্টনার্স তৈরি করে থাকে।

যুক্তরাষ্ট্রের পাসপোর্ট পতনের কারণ

যুক্তরাষ্ট্রের পতনের প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে ব্রাজিলের সঙ্গে ভিসামুক্ত চুক্তি বাতিল, চীনের সম্প্রসারিত ভিসামুক্ত তালিকা থেকে বাদ পড়া, সোমালিয়া ও ভিয়েতনামের নীতিগত পরিবর্তন, এবং পাপুয়া নিউগিনি ও মায়ানমারের ভিসা নীতিতে পরিবর্তন। বর্তমানে মার্কিন পাসপোর্টধারীরা ২২৭টি গন্তব্যের মধ্যে মাত্র ১৮০টিতে ভিসা ছাড়া প্রবেশ করতে পারেন।

রাজনৈতিক প্রভাব ও কূটনৈতিক সংকোচন

হেনলি অ্যান্ড পার্টনার্সের চেয়ারম্যান ড. ক্রিশ্চিয়ান এইচ কেলিন জানান, “পাসপোর্ট র‍্যাঙ্কিংয়ের এই পরিবর্তন শুধু পরিসংখ্যান নয়, বরং বৈশ্বিক সফট পাওয়ার এবং চলাচলের স্বাধীনতার ক্ষেত্রে মৌলিক পরিবর্তনের প্রতিফলন।”

সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের সিনিয়র অ্যাসোসিয়েট অ্যানি ফোরশেইমার মনে করেন, “যুক্তরাষ্ট্রের এই পশ্চাদপসরণ মূলত রাজনৈতিক। ট্রাম্প প্রশাসনের একাকীত্ববাদী নীতিই এই পতনের মূল চালিকা শক্তি।”

যুক্তরাষ্ট্রের সীমিত উন্মুক্ততা

যদিও আমেরিকানরা ১৮০টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন, কিন্তু যুক্তরাষ্ট্র নিজে মাত্র ৪৬টি দেশকে একই সুবিধা দেয়। হেনলি ওপেননেস ইনডেক্সে যুক্তরাষ্ট্রের অবস্থান এখন ৭৭তম।

যুক্তরাজ্যের অবস্থানও নিচে

যুক্তরাজ্যের পাসপোর্টও তার ইতিহাসের সবচেয়ে নিচের র‍্যাঙ্কিংয়ে পৌঁছেছে—৬ষ্ঠ থেকে নেমে এখন ৮ম স্থানে।

চীনের অগ্রগতি

চীন গত এক দশকে অভাবনীয় অগ্রগতি করেছে। ২০১৫ সালে যেখানে তাদের পাসপোর্ট ছিল ৯৪তম স্থানে, এখন তা উঠে এসেছে ৬৪তমতে। শুধু গত এক বছরেই চীন ৩০টি নতুন দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার পেয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে