ঢাকা, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
Sharenews24

ডিজিটাল নিরাপত্তা মামলা নিয়ে যা বললেন আইন উপদেষ্টা

২০২৫ অক্টোবর ১০ ১৭:২৩:০২
ডিজিটাল নিরাপত্তা মামলা নিয়ে যা বললেন আইন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : সরকার সাইবার সুরক্ষা অধ্যাদেশ সংশোধন করে ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে দায়ের হওয়া সব মামলা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে মামলায় অভিযুক্ত ও সাজাপ্রাপ্ত সবাই দায়মুক্তি পাবেন। এমন তথ্য দিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

শুক্রবার (১০ অক্টোবর) দুপুর সোয়া ১২টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি জানান, “গতকাল উপদেষ্টা পরিষদের সভায় ২০১৮ সালের ডিজিটাল সিকিউরিটি আইনের অধীনে দায়ের হওয়া সব স্পিচ অফেন্স মামলাগুলো বাতিলের ব্যবস্থা নেওয়া হয়েছে। এর ফলে ওই আইনে সাজাপ্রাপ্ত ও মামলায় অভিযুক্তরা দায়মুক্ত হচ্ছেন।”

এর আগে বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’-এর ৫০ ধারা সংশোধনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সভায় ১১টি অধ্যাদেশ এবং ৩টি প্রস্তাব অনুমোদন পায়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে