ঢাকা, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
Sharenews24

আয়নাঘর থেকে বের হয়ে মাইকেল চাকমার ৮ বছর কারাদণ্ড

২০২৫ অক্টোবর ১০ ১৫:২০:৫৮
আয়নাঘর থেকে বের হয়ে মাইকেল চাকমার ৮ বছর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)–এর সংগঠক মাইকেল চাকমাকে চাঁদাবাজির মামলায় ৮ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় ইউপিডিএফের আরেক নেতা সুমন চাকমাকেও একই সাজা দেওয়া হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) দুপুরে রাঙামাটি বিশেষ জজ আদালত-২–এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ তাওহিদুল হক এ রায় ঘোষণা করেন।

মামলার পটভূমি

আদালত সূত্রে জানা যায়, ২০০৭ সালের ৩০ অক্টোবর রাঙামাটির লংগদু উপজেলার ভাইবোনছড়া এলাকায় চাঁদাবাজির একটি ঘটনায় মাইকেল চাকমা, সুমন চাকমা ও প্রদীপ চাকমাকে আসামি করে মামলা করে পুলিশ। মামলাটি করেন লংগদু থানার উপপরিদর্শক (এএসআই) মো. শরীফুল ইসলাম।

অভিযোগে বলা হয়, অভিযুক্তরা স্থানীয় ব্যবসায়ী ও জনগণের কাছে থেকে চাঁদা দাবি করতেন এবং সেই সময় পুলিশ এক অভিযানে গিয়ে মাইকেল চাকমাকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ছয় রাউন্ড গুলিসহ আটক করে।

দীর্ঘ ১৭ বছর পর মামলার বিচার শেষে আসামি প্রদীপ চাকমাকে খালাস এবং বাকি দুইজনকে দণ্ডিত করে আদালত।

মাইকেল চাকমার ‘নিখোঁজ’ প্রসঙ্গ

উল্লেখ্য, ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা ২০১৯ সালের ৯ এপ্রিল ঢাকার নারায়ণগঞ্জ এলাকা থেকে সাদা পোশাকধারী একদল লোকের হাতে তুলে নেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠে। এরপর পাঁচ বছরেরও বেশি সময় তিনি নিখোঁজ ছিলেন।

পরিবার ও সহকর্মীরা দাবি করেন, মাইকেলকে গোপন আটকে রাখা হয়, যেটিকে তারা "আয়নাঘর" বলেও আখ্যা দেন—সরকারি নিরাপত্তা সংস্থার অধীনে গোপন বন্দিশালা হিসেবে ধারণা করা হয় এমন স্থানগুলোকে এভাবে ডাকা হয়।

২০২৪ সালের ৭ আগস্ট, অর্থাৎ পাঁচ বছর তিন মাস পর, তিনি মুক্ত হন এবং জনসম্মুখে ফিরে আসেন। এ নিয়ে তীব্র বিতর্ক ও উদ্বেগ তৈরি হয় মানবাধিকার মহলে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে