ঢাকা, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
Sharenews24

যে আইনে নিষিদ্ধ হতে যাচ্ছেন ওবায়দুল কাদেরসহ দুই ডজন শীর্ষ নেতা

২০২৫ অক্টোবর ১০ ১৫:০৮:২২
যে আইনে নিষিদ্ধ হতে যাচ্ছেন ওবায়দুল কাদেরসহ দুই ডজন শীর্ষ নেতা

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হলেই কোনো ব্যক্তি জাতীয় বা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না—সম্প্রতি আইন সংশোধন করে এমন বিধান যুক্ত করেছে সরকার। ৯ অক্টোবর প্রকাশিত গেজেটে এই পরিবর্তনের কথা জানানো হয়।

এই আইনি সংশোধনের ফলে আওয়ামী লীগ ও তাদের ঘনিষ্ঠ জোটের অন্তত দুই ডজন নেতা আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার অযোগ্য হয়ে পড়তে যাচ্ছেন। এর মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ একাধিক প্রভাবশালী রাজনীতিক।

নতুন বিধান অনুযায়ী:আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কারও বিরুদ্ধে অভিযোগ দাখিল হলেই তিনি—সংসদ সদস্য (এমপি) হিসেবে নির্বাচিত হতে পারবেন না,কোনো স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সদস্য, মেয়র, চেয়ারম্যান হতে পারবেন না,সরকারি চাকরি বা পদে নিয়োগ পেতে পারবেন না,পাবলিক অফিসেও থাকতে পারবেন না।

তবে পরবর্তীতে যদি তিনি খালাস পান, তাহলে তার ওপর থেকে অযোগ্যতা তুলে নেওয়া হবে।

আইনের এই সংশোধনীর ফলে ইতোমধ্যে বিচারাধীন থাকা অথবা শিগগিরই অভিযোগপত্র জমা হতে যাওয়া নেতাদের রাজনৈতিক ভবিষ্যৎ হুমকির মুখে পড়েছে।

যাদের বিরুদ্ধে অভিযোগ দাখিল হয়েছে বা বিচার চলছে:

শেখ হাসিনা – সাবেক প্রধানমন্ত্রী

আসাদুজ্জামান খান – সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী

হাসানুল হক ইনু – জাসদের সভাপতি

মাহবুব উল আলম হানিফ – যুগ্ম সাধারণ সম্পাদক, আওয়ামী লীগ

সাইফুল ইসলাম, সাদরুদ্দিন খান, আজগর আলী, আতাউর রহমান আতা – কুষ্টিয়ার প্রভাবশালী নেতা

ইমরান চৌধুরী আকাশ – ছাত্রলীগ নেতা

যাদের বিরুদ্ধে অভিযোগপত্র আসছে (নভেম্বর-জানুয়ারি):

ওবায়দুল কাদের – সাধারণ সম্পাদক, আওয়ামী লীগ

আনিসুল হক – সাবেক আইনমন্ত্রী

শাজাহান খান, সালমান এফ রহমান, জুনাইদ আহমেদ পলক

রাশেদ খান মেনন, মোহাম্মদ আলী আরাফাত

শেখ ফজলে শামস পরশ, মাইনুল হোসেন খান নিখিল – যুবলীগ

সাদ্দাম হোসেন, শেখ ওয়ালী আসিফ ইনান – ছাত্রলীগ

মনির হোসেন – এপিএস, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী

গত বছরের জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন বহু আওয়ামী লীগ নেতা।

কারাবন্দি প্রভাবশালী নেতারা:

আমির হোসেন আমু, কামরুল ইসলাম, ফারুক খান, আব্দুর রাজ্জাক

ডা. দীপু মনি, গোলাম দস্তগীর গাজী, কামাল আহমেদ মজুমদার

আতিকুল ইসলাম – সাবেক মেয়র, ঢাকা উত্তর

তৌফিক-ই-ইলাহী চৌধুরী – সাবেক উপদেষ্টা

এ বি এম ফজলে করিম চৌধুরী – সাবেক এমপি

আবদুর রহমান বদি – সাবেক এমপি

আরও আছেন: মো. শাহিনুর মিয়া, মনোয়ার ইসলাম চৌধুরী, আবদুল্লাহ আল মামুন, মো. বশির উদ্দিন, দেলোয়ার হোসেন

আইনজীবী আবুল হাসান (ডা. দীপু মনি ও ইনুর পক্ষে):"অভিযোগ দাখিল মানেই কেউ দোষী—এমন নয়। অভিযোগ গঠন না হওয়া পর্যন্ত কাউকে ভোটে অযোগ্য ঘোষণা করা মৌলিক অধিকার লঙ্ঘন।"

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন,"অভিযোগ দাখিল হলেই কেউ নির্বাচন বা সরকারি চাকরি করার অযোগ্য হবেন। এটি স্পষ্টভাবে আইনে উল্লেখ করা হয়েছে।"

গত বছরের সরকার পতনের পর থেকে দলটির হাজারের বেশি নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছেন। অনেকে পলাতক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একে একে এসব মামলার বিচার শুরু হওয়ায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলো বড় ধরনের সংকটে পড়তে যাচ্ছে, বিশেষ করে মনোনয়নপ্রক্রিয়া ও নির্বাচনী মাঠে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে