ঢাকা, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
Sharenews24

গুলশানে ডাক পেলেন বরিশালের ৩ বিএনপি নেতা

২০২৫ অক্টোবর ১০ ১৫:০৩:১১
গুলশানে ডাক পেলেন বরিশালের ৩ বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক : বরিশাল অঞ্চলের রাজনীতিতে উত্তাপ ছড়াচ্ছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন। এরই মধ্যে বরিশাল বিএনপির তিন মনোনয়নপ্রত্যাশী নেতা দলের গুলশান কার্যালয়ে ডাকা হয়েছেন। সেখানে ভার্চুয়ালি মতামত গ্রহণ করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

যাঁরা ডাক পেয়েছেন:

আবুল কালাম শাহীন – সদস্যসচিব, বরিশাল দক্ষিণ জেলা বিএনপি

আফরোজা খানম নাসরিন – জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, বরিশাল মহানগর বিএনপি

আবুল হোসেন খান – মনোনয়নপ্রত্যাশী, বরিশাল-৬ আসন

গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর আড়াইটা থেকে ৩টার মধ্যে, গুলশান কার্যালয়ে সাক্ষাৎকার নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হাসান। এ সময় উপস্থিত ছিলেন দলের বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহাবুবুল হক নান্নু।

আবুল কালাম শাহীন বলেন,“আমাদের সঙ্গে বরিশাল বিভাগীয় প্রায় সব আসনের নেতাদের মতামত নেওয়া হয়েছে। স্থানীয় সাংগঠনিক অবস্থা, রাজনৈতিক প্রেক্ষাপট এবং মনোনয়ন প্রসঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে।”

তিনি আরও জানান, দল স্পষ্টভাবে জানিয়েছে—যাকে যোগ্য মনে করা হবে, তাকেই মনোনয়ন দেওয়া হবে। বাকিদের ঐক্যবদ্ধভাবে তার সঙ্গে কাজ করতে হবে। এ বিষয়ে সবাই সম্মতিও দিয়েছেন।

এর আগেও (২২ সেপ্টেম্বর) বরিশাল সদর আসনের তিনজন প্রভাবশালী নেতাকে গুলশানে ডাকা হয়েছিল:

মজিবর রহমান সরোয়ার – চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক সংসদ সদস্য ও বরিশাল সিটি মেয়র

আবু নাসের রহমাতুল্লাহ – জাতীয় নির্বাহী কমিটির সদস্য

মনিরুজ্জামান খান ফারুক – মহানগর বিএনপির আহ্বায়ক

তাদের সঙ্গেও একই ধরনের সাংগঠনিক ও মনোনয়ন সংক্রান্ত আলোচনা এবং একতা বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়।

বরিশাল বিএনপিতে বর্তমানে মনোনয়ন নিয়ে প্রতিযোগিতা বেশ জোরদার। দলীয় হাইকমান্ডের এই মতামত গ্রহণ প্রক্রিয়া অনেকটাই চূড়ান্ত মনোনয়নের ইঙ্গিত দেয় বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

নির্বাচন সামনে রেখে কেন্দ্র এখন মাঠ পর্যায়ে যাচাই-বাছাই করছে, এবং এই উদ্যোগে দলীয় ঐক্য ও প্রার্থী নির্ধারণের বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে