ঢাকা, বুধবার, ১ অক্টোবর ২০২৫
Sharenews24

ঢাকার ৪ অভিজাত এলাকাকে ‘নীরব এলাকা’ ঘোষণা

২০২৫ অক্টোবর ০১ ১৮:৫৭:৩১
ঢাকার ৪ অভিজাত এলাকাকে ‘নীরব এলাকা’ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : ঢাকার চার অভিজাত এলাকা—গুলশান, বনানী, বারিধারা এবং নিকেতন—কে ‘নীরব এলাকা’ হিসেবে ঘোষণা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। আজ, ১ অক্টোবর ২০২৫ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

ডিএনসিসির সচিব (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মামুন-উল হাসানের স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর বিধি-৪ অনুসারে এই চার এলাকাকে ‘নীরব এলাকা’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

এর ফলে, এসব এলাকায় যানবাহনের হর্ন বাজানোসহ সব ধরনের অনাবশ্যক শব্দ উৎপাদন নিষিদ্ধ থাকবে।আজ থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তের কথা ডিএনসিসি নিজস্ব ফেসবুক পেজেও এক পোস্টের মাধ্যমে জানিয়েছে।

ডিএনসিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অক্টোবর মাসজুড়ে বিভিন্ন প্রচার-প্রচারণা, জনসচেতনতামূলক কার্যক্রম ও অভিযান চালানো হবে। এরপর থেকে এই এলাকায় হর্ন বাজানোসহ যেকোনো শব্দদূষণের ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকায় শব্দদূষণ এক গভীর জনস্বাস্থ্য সংকট হিসেবে দেখা দিয়েছে। বিশেষ করে গুলশান, বনানী, বারিধারা ও নিকেতনের মতো আবাসিক ও কূটনৈতিক এলাকাগুলোর বাসিন্দারা দীর্ঘদিন ধরে শব্দদূষণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে এই উদ্যোগকে নগরবাসী স্বাগত জানিয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে