ঢাকা, বুধবার, ১ অক্টোবর ২০২৫
Sharenews24

মন্দিরে দাঁড়িয়ে জামায়াতকে তীব্র বার্তা দিলেন কাদের সিদ্দিকী

২০২৫ অক্টোবর ০১ ১২:০৩:৪৫
মন্দিরে দাঁড়িয়ে জামায়াতকে তীব্র বার্তা দিলেন কাদের সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক : কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, “১৯৭১ সালে জামায়াতে ইসলামীর কর্মকাণ্ডের জন্য তারা যদি আন্তরিকভাবে জাতির কাছে ক্ষমা না চায়, তাহলে তারা কোনো দিন বাংলাদেশের শাসনক্ষমতায় যেতে পারবে না।”

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে টাঙ্গাইলের সখীপুর উপজেলার কেন্দ্রীয় মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটি শুরু হয় রাত সাড়ে ৯টার দিকে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক শফিকুল ইসলাম খান। তিনি মন্দিরে এসে কাদের সিদ্দিকীর বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং তার সঙ্গে কুশল বিনিময়ও করেন।

কাদের সিদ্দিকী বলেন—“জামায়াতের লোকেরা আমার পাশে বসে আছে—এটা আমার কাছে কোনো সমস্যা নয়। তবে আমার বিরোধ তাদের সঙ্গে মুক্তিযুদ্ধের সময়কার কর্মকাণ্ড নিয়ে। আজকের প্রজন্ম সেই অন্যায়ের সঙ্গে সরাসরি জড়িত নয়। বাংলাদেশের প্রতিটি নাগরিক আমার কাছে সমান, সে জামায়াতের সন্তান হোক বা আওয়ামী লীগের।”

তিনি আরও বলেন,“একাত্তরে তারা যে অন্যায় করেছে, তার জন্য যদি তারা আল্লাহর কাছে যেমনভাবে ক্ষমা চাওয়া হয়, সেই আন্তরিকতায় জাতির কাছেও ক্ষমা না চায়—তাহলে তারা যত বড় দলই হোক না কেন, কোনো দিন দেশের ক্ষমতায় যেতে পারবে না।”

মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে তিনি বলেন—“আমি লড়াই করেছি পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে। তারা আমার দেশের বাড়িঘর পোড়িয়েছে, মা-বোনদের অসম্মান করেছে। যদি এমন না হতো, তাহলে আমাদের পক্ষে জয় পাওয়া আরও কঠিন হতো। কারণ তাদের হাতে ছিল অনেক বেশি শক্তিশালী অস্ত্র, কিন্তু সবকিছু নির্ধারণ করে আল্লাহর ইচ্ছা।”

মানবসেবা সম্পর্কে কাদের সিদ্দিকী বলেন—“আমি সেবক হিসেবে জন্মেছি। মানুষের সেবাই আমার কাজ। এখানে ধর্ম, বর্ণ বা রাজনৈতিক মতাদর্শের কোনো বিভাজন নেই। আমি আল্লাহ ও তাঁর রাসুলকে বিশ্বাস করে পথ চলেছি, সামনেও তাই চলব।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে