ঢাকা, বুধবার, ১ অক্টোবর ২০২৫
Sharenews24

বিছানায় সাবেক মন্ত্রীর বিতর্কিত ছবি নিয়ে যা বলছে কারা কর্তৃপক্ষ

২০২৫ অক্টোবর ০১ ১১:১৫:০৩
বিছানায় সাবেক মন্ত্রীর বিতর্কিত ছবি নিয়ে যা বলছে কারা কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক : সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূনের মৃত্যুর আগে হাসপাতালে শুয়ে থাকা একটি ছবি ভাইরাল হয়েছে। অনেকেই দাবি করছেন, এটি তার শেষ মুহূর্তের ছবি। তবে এই ছবিকে "সম্পূর্ণ বিভ্রান্তিকর ও অসত্য" বলে জানিয়েছে বাংলাদেশ জেল কর্তৃপক্ষ।

এক প্রেস বিজ্ঞপ্তিতে কারা কর্তৃপক্ষ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিটি আইসিইউতে চিকিৎসাধীন অবস্থার কোনো প্রকৃত চিত্র নয়। তারা দাবি করে, মৃত একজন ব্যক্তিকে ঘিরে এ ধরনের ভুল তথ্য ও বিভ্রান্তি ছড়ানো দায়িত্বজ্ঞানহীন ও অনৈতিক কাজ।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাবেক মন্ত্রী অসুস্থতার কারণে কারাবন্দি অবস্থায় একাধিকবার নিয়ম মেনে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সর্বশেষ তিনি গত ২৫ সেপ্টেম্বর থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

বাংলাদেশ জেল কর্তৃপক্ষ জোর দিয়ে জানায়, সব বন্দির মানবিক মর্যাদা রক্ষায় তারা সর্বদা দায়বদ্ধ, এবং সাবেক এই মন্ত্রীর ক্ষেত্রেও নিয়ম ও সম্মান বজায় রাখা হয়েছে। বিতর্কিত ছবিটি সরিয়ে দিতে এবং যাচাই-বাছাই না করে গুজব না ছড়ানোর আহ্বানও জানানো হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে