ঢাকা, বুধবার, ১ অক্টোবর ২০২৫
Sharenews24

নিরুপায় মোদির উপর নতুন ৩ শাস্তি চাপালেন ট্রাম্প

২০২৫ অক্টোবর ০১ ১০:৫০:১৯
নিরুপায় মোদির উপর নতুন ৩ শাস্তি চাপালেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উভয় মেয়াদে ভারতের প্রতি নেওয়া বিভিন্ন পদক্ষেপ ভারতীয় অর্থনীতিকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে বলে অভিযোগ উঠেছে।

প্রথম মেয়াদে ট্রাম্প চীন থেকে আমেরিকার উৎপাদন ভারতে স্থানান্তরের প্রলোভন দেখালেও কথা রাখেননি। উল্টো তিনি ভারতের জিএসপি (Generalized System of Preferences) সুবিধা বাতিল করেন এবং ইরানের উপর থেকে তেল আমদানি কমানোর জন্য ভারতের উপর চাপ সৃষ্টি করেন।

বর্তমানে ভারত-মার্কিন সম্পর্ক এক ধোঁয়াশার মধ্য দিয়ে যাচ্ছে। ২০১৯ সালে টেক্সাসে 'হাউডি মোদি' এবং পরের বছর গুজরাটে 'নমস্তে ট্রাম্প' এর মতো জনসভা হলেও, ট্রাম্প নীরবে ভারতের জিএসপি সুবিধা বাতিল করে দেন।

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতেও মোদিকে একের পর এক কঠিন শর্তের বেড়াজালে আবদ্ধ করতে দেখা যাচ্ছে। গত সপ্তাহে ফোন করে মোদিকে তার ৭৫তম জন্মদিনের শুভেচ্ছা জানানোর পর ট্রাম্প ভারতের উপর তিনটি নতুন কঠোর ব্যবস্থা আরোপ করেন:

১. এইচ-১বি ভিসার জন্য বার্ষিক এক লাখ ডলার ফি আরোপ করেন, যার ৭০ শতাংশই ভারতীয় নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য।

২. চাবাহার বন্দরের ইরানি প্রকল্পে ভারতের অংশগ্রহণের জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ সুবিধা বাতিল করেন।

৩. ট্রাম্প ভারতকে 'মুখ্য মাদক পরিবহন বা অবৈধ মাদক উৎপাদনকারী দেশ' এর তালিকায় অন্তর্ভুক্ত করেন।

এই অস্বাভাবিক ফি ভারতীয় নাগরিকদের জন্য বিশেষভাবে প্রযোজ্য, এবং চাবাহার বন্দরের বিশেষ সুবিধা বাতিল করা হয়েছে। এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে "প্রধান মাদক পরিবহন বা অবৈধ মাদক উৎপাদনকারী দেশ" এর তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। জন্মদিনের শুভেচ্ছা জানানোর মাত্র তিন দিনের মধ্যেই ট্রাম্পের নেওয়া এসব ঘোষণা ভারতীয় নীতিনির্ধারকদের রীতিমতো বিস্মিত করেছে।

অর্থনীতিবিদদের মতে, এই পদক্ষেপগুলো ভারতের কৌশলগত অবস্থানকে দুর্বল ও ঝুঁকিপূর্ণ করে তুলেছে এবং ভারতের অর্থনীতিকে তা সামলাতে বেশ বেগ পেতে হবে। ভারতের লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী এটিকে মোদির কূটনৈতিক ব্যর্থতা বলে উল্লেখ করেছেন। অনেক বিশ্লেষক মনে করেন, ভারত আমেরিকার উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়েছে। মোদি নিজেকে যখন বিশ্বগুরু হিসেবে তুলে ধরতে চান এবং ভারতকে একটি দায়িত্বশীল শক্তি হিসেবে প্রমাণ করতে চান, ঠিক সেই মুহূর্তে ট্রাম্পের এসব পদক্ষেপ দিল্লির জন্য সামনের চলার পথে কাঁটা বিছিয়ে দিয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে