ঢাকা, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

হতাশা পেছনে ফেলে সক্রিয় হচ্ছেন বিনিয়োগকারীরা

২০২৫ সেপ্টেম্বর ৩০ ১৫:২৬:২১
হতাশা পেছনে ফেলে সক্রিয় হচ্ছেন বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের হতাশা কাটিয়ে শেয়ারবাজারের বিনিয়োগকারীরা আবারও ধীরে ধীরে সক্রিয় হয়ে উঠছেন। সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের স্থিতিশীল উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন বাজার শুরু থেকেই ঊর্ধ্বমুখী অবস্থানে থাকায় বিনিয়োগকারীদের মধ্যে কোনো অস্থিরতা দেখা যায়নি। বরং সূচকের এই স্থিতিশীল ওঠা-নামার কারণে বাজারে আস্থাশীল হয়ে বিনিয়োগকারীরা স্বাচ্ছন্দ্যে লেনদেনে অংশ নিয়েছেন।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪১৫.৭৮ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৮.১৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৭১.৯৭ পয়েন্টে অবস্থান করছে, আর ডিএসই-৩০ সূচক ২.৭৯ পয়েন্ট কমে ২ হাজার ৮১.৮৪ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে মোট ৩৯৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ২০৭টির শেয়ারদর বেড়েছে, ১৩০টির দর কমেছে এবং ৬০টির দর অপরিবর্তিত রয়েছে। লেনদেনে মোট ৫৯৬ কোটি ৮০ লাখ টাকা শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কর্মদিবসের তুলনায় ৯৭ কোটি ৪৭ লাখ টাকা বেশি।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আজ সূচক ও টাকার অংকে লেনদেন বেড়েছে। আজ সিএসইতে লেনদেন হয়েছে ১৬ কোটি ১ লাখ টাকা, যা আগেরদিনের ১২ কোটি ৭৩ লাখ টাকার তুলনায় বেশি। লেনদেনে অংশ নেওয়া ২৩০টি প্রতিষ্ঠানের মধ্যে ১১২টির দর বেড়েছে, ৮২টির কমেছে এবং ৩৬টির পরিবর্তন হয়নি। আজ সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪০.৫০ পয়েন্ট বেড়ে ১৫,০৭৫.৫৭ পয়েন্টে অবস্থান করছে। আগেরদিন সূচক ৪.৪২ পয়েন্ট কমেছিল।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে