ঢাকা, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

গর্ভবতী নারীদের সতর্কবার্তা ট্রাম্পের

২০২৫ সেপ্টেম্বর ২৩ ১৭:০৬:০৯
গর্ভবতী নারীদের সতর্কবার্তা ট্রাম্পের

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গর্ভবতী নারীদের জনপ্রিয় ব্যথানাশক ওষুধ টাইলেনল (প্যারাসিটামল) এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। তিনি বলছেন, এই ওষুধটির সঙ্গে শিশুর অটিজম-এর সম্ভাব্য সম্পর্ক থাকতে পারে, যদিও এটি বৈজ্ঞানিকভাবে এখনও প্রমাণিত নয়। ট্রাম্পের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন চিকিৎসক ও বিজ্ঞানীরা।

যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এফডিএ ঘোষণা করেছে, প্যারাসিটামল জাতীয় ওষুধের প্যাকেজে একটি সতর্কবার্তা যুক্ত করা হবে, যেখানে উল্লেখ থাকবে এই ওষুধ শিশুর অটিজম এবং মনোযোগহীনতার (এডিএইচডি) ঝুঁকি বাড়াতে পারে।

এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, “টাইলেনল খাবেন না। খাবেন না। তবে কখনো কখনো প্রয়োজনে খেতে হতে পারে, সেটা আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে।” তিনি শিশুদের ভ্যাকসিন নেওয়া নিয়েও সন্দেহ প্রকাশ করে পরামর্শ দিয়েছেন, হাম, মামস ও রুবেলার মতো টিকা একসঙ্গে না দিয়ে আলাদা আলাদা দেওয়া উচিত।

ট্রাম্পের এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকস এবং আমেরিকান কলেজ অব অবস্টেট্রিশিয়ানস অ্যান্ড গাইনোকোলজিস্টস। তাদের সভাপতি স্টিভেন জে. ফ্লেইশম্যান বলেন, “গর্ভাবস্থায় ওষুধের ঝুঁকি ও সুবিধা দুইই বিবেচনা করতে হয়। প্যারাসিটামল নিরাপদ ও গুরুত্বপূর্ণ ওষুধ, যা প্রায় অর্ধেক গর্ভবতী নারী ব্যথা ও জ্বর কমানোর জন্য ব্যবহার করেন।”

যদিও কিছু ছোটখাটো গবেষণায় প্যারাসিটামল ও স্নায়বিক সমস্যার সম্ভাব্য সম্পর্ক দেখানো হয়েছে, বড় গবেষণায় এর কোন প্রমাণ পাওয়া যায়নি। সুইডিশ এক সাম্প্রতিক গবেষণায় পাওয়া গেছে, যেসব শিশু গর্ভাবস্থায় প্যারাসিটামলের সংস্পর্শে এসেছিল, তাদের মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই।

নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের বায়োএথিসিস্ট আর্থার ক্যাপলান ট্রাম্পের মন্তব্যকে ‘জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত নেতিবাচক’ বলে অভিহিত করে বলেছেন, “ট্রাম্পের বক্তব্য ভুল তথ্য ও প্রমাণের অভাবে তৈরি।”

এফডিএ বলেছে, প্যারাসিটামল গর্ভাবস্থায় জ্বর কমানোর একমাত্র অনুমোদিত ওভার-দ্য-কাউন্টার ওষুধ, তবে দীর্ঘদিন ধরে ব্যবহারে ঝুঁকি থাকতে পারে, যদিও কারণ-সম্পর্ক নিশ্চিত নয়।

আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকস জানায়, অটিজমের কোনো একক কারণ নেই; এটি জিনগত ও পরিবেশগত উপাদানের মিলিত প্রভাব।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে