ঢাকা, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

২ লাখ টাকার আইটি কোর্স ফ্রিতেই করা যাবে যেভাবে

২০২৫ সেপ্টেম্বর ২০ ১৭:২৮:৫৮
২ লাখ টাকার আইটি কোর্স ফ্রিতেই করা যাবে যেভাবে

নিজস্ব প্রতিবেদক: তথ্যপ্রযুক্তি খাতে দক্ষতা অর্জন করে কর্মসংস্থানের দারুণ সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের তরুণদের জন্য। আইডিবি-বিআইএসইডব্লিউ (Islamic Development Bank-Bangladesh Islamic Solidarity Educational Wakf) স্কলারশিপ প্রোগ্রামের অধীনে এবার ৭০তম রাউন্ডে শিক্ষার্থী ভর্তির আবেদন গ্রহণ শুরু হয়েছে। প্রায় ২ লাখ টাকা সমমূল্যের কোর্স সম্পূর্ণ বিনামূল্যে করানো হবে নন-আইটি ব্যাকগ্রাউন্ডের স্নাতক বা সমমানের শিক্ষার্থীদের জন্য।

কোর্সটির মেয়াদ প্রায় সাড়ে আট মাস এবং এতে অংশগ্রহণকারীরা আইটি খাতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রফেশনাল হিসেবে নিজেকে গড়ে তোলার সুযোগ পাবেন। আবেদনকারীদের মধ্য থেকে গণিত ও ইংরেজি বিষয়ের এমসিকিউ পরীক্ষা ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে। কোর্স শেষে অংশগ্রহণকারীদের চাকরির নিশ্চয়তা প্রদান করা হয়, যা এই উদ্যোগের সবচেয়ে বড় আকর্ষণ। এখন পর্যন্ত এই প্রোগ্রামের আওতায় ১৭ হাজারের বেশি আইটি প্রফেশনাল তৈরি হয়েছে, যারা দেশে-বিদেশে প্রায় ৩ হাজারের বেশি প্রতিষ্ঠানে কর্মরত আছেন।

এবারের রাউন্ডে আসন সংখ্যা ১৬৫টি এবং সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর। আবেদন করতে পারবেন স্নাতক/ফাজিল/মাস্টার্স/কামিল পাস বা অধ্যয়নরত শিক্ষার্থীরা। চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (কম্পিউটার, টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিকস, সিভিল, আর্কিটেকচার, সার্ভে, কনস্ট্রাকশন) পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন। তবে যাদের বিএসসি ইন কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি রয়েছে অথবা ডাক্তার ও আইনজীবী—তাদের আবেদন গ্রহণযোগ্য নয়। প্রতি রাউন্ডের শিক্ষার্থীদের কোর্স শেষে ৯২% এর বেশি চাকরির হার এই স্কলারশিপ প্রোগ্রামের কার্যকারিতা ও গ্রহণযোগ্যতা প্রমাণ করে।

আবেদনের শেষ তারিখ ১৫ নভেম্বর ২০২৫। আগ্রহীদের জন্য আবেদন করার বিস্তারিত প্রক্রিয়া ও ফর্ম পাওয়া যাবে আইডিবি-বিআইএসইডব্লিউ ওয়েবসাইটে। যারা আগের রাউন্ডে কোর্সে অংশ নিয়েছেন, তারা নতুন করে আবেদন করতে পারবেন না।

আবেদন যেভাবে: আইএসডিবি-বিআইএসইডব্লিউ স্কলারশিপে ভর্তিতে আবেদন করতে ক্লিক করুনএখানে

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর



রে