ঢাকা, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

সভাপতির চিঠি ঘিরে বিসিবিতে রীতিমতো আগুন

২০২৫ সেপ্টেম্বর ২০ ১১:২৪:৫০
সভাপতির চিঠি ঘিরে বিসিবিতে রীতিমতো আগুন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন ঘিরে সৃষ্টি হয়েছে নতুন বিতর্ক। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল স্বাক্ষরিত একটি চিঠিতে বাতিল করা হয়েছে সেইসব কাউন্সিলরদের, যারা অ্যাডহক কমিটি থেকে মনোনীত হননি।

১৮ সেপ্টেম্বর পাঠানো চিঠিতে নতুন করে কাউন্সিলর মনোনয়নের আহ্বান জানানো হয় অ্যাডহক কমিটির সদস্যদের কাছ থেকে। যদিও বিষয়টি নিয়ে বিসিবির গঠনতন্ত্র ও উচ্চ আদালতের নির্দেশনার সঙ্গে সাংঘর্ষিক অবস্থান তৈরি হয়েছে।

বিসিবির সাবেক পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর বলেন,“সভাপতির স্বাক্ষরে এমন চিঠি নজিরবিহীন। এটি গঠনতন্ত্র লঙ্ঘনের শামিল।”

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, এমন চিঠি সাধারণত সিইও স্বাক্ষর করে থাকেন।১ সেপ্টেম্বর যে চিঠি পাঠানো হয়েছিল, তাতে সিইও নিজামউদ্দিন চৌধুরীর স্বাক্ষর ছিল।

এবার হঠাৎ সভাপতির স্বাক্ষরিত চিঠি কেন, সে বিষয়ে সিইও কথা বলতে রাজি হননি।আর সভাপতির প্রতিক্রিয়াও পাওয়া যায়নি।

৬ সেপ্টেম্বর থেকে নির্বাচন কমিশন কার্যকর হলেও এখনো কোনো প্রজ্ঞাপন জারি হয়নি।সূত্র জানিয়েছে, প্রধান নির্বাচন কমিশনারকে মিডিয়ায় কথা বলতে বারণ করা হয়েছে।

কাউন্সিলর বাতিল এবং সভাপতি স্বাক্ষরিত চিঠি ঘিরে দেশের ক্রীড়া সংগঠকদের মধ্যে উৎকণ্ঠা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।ডিডিএসওএ ইতোমধ্যে জেলা ও বিভাগীয় কমিশনারের কাছে লিখিত অভিযোগ ও নীতিমালাসহ আবেদন জমা দিয়েছে।

সিরাজউদ্দিনের কড়া মন্তব্য:“সভাপতি যা করলেন, তা দেশের ক্রিকেটের জন্য খারাপ দৃষ্টান্ত। গঠনতন্ত্রই মানছেন না তিনি।”

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে