ঢাকা, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

ব্রিটেন-কানাডার পর এবার পর্তুগাল!

২০২৫ সেপ্টেম্বর ২০ ১০:৪৩:৩৫
ব্রিটেন-কানাডার পর এবার পর্তুগাল!

নিজস্ব প্রতিবেদক: ইউরোপের আরেকটি দেশ ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, আগামী রোববার (২১ সেপ্টেম্বর) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হবে।

বিবৃতিতে আরও বলা হয়, এই ঘোষণা জাতিসংঘের আসন্ন সাধারণ অধিবেশনের আগেই দেওয়া হচ্ছে, যা এই সিদ্ধান্তকে আরও কৌশলগত করে তুলেছে।

পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাওলো র‍্যাঙ্গেল সম্প্রতি যুক্তরাজ্য সফরের সময় ফিলিস্তিন স্বীকৃতির ইঙ্গিত দিয়েছিলেন। এর আগে গত বছর স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে যৌথভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। তবে তখন পর্তুগাল অপেক্ষার নীতি নেয়।

ইউরোপীয় ইউনিয়নের ২৭ সদস্য রাষ্ট্রের মধ্যে এখন পর্যন্ত অল্প কিছু দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। এর মধ্যে রয়েছে সুইডেন, সাইপ্রাস এবং কয়েকটি পূর্ব ইউরোপের সাবেক কমিউনিস্ট দেশ।

এছাড়া ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা, বেলজিয়াম ও লুক্সেমবার্গও জাতিসংঘের সাধারণ অধিবেশনের আগে ফিলিস্তিনকে স্বীকৃতির পরিকল্পনা করছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে