ঢাকা, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

বাংলাদেশের কাছে যেন ‘অসহায়’ ভারত

২০২৫ সেপ্টেম্বর ১৯ ১৮:৪৮:৫৬
বাংলাদেশের কাছে যেন ‘অসহায়’ ভারত

নিজস্ব প্রতিবেদক: কমনওয়েলথ হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের আয়োজনে মালদ্বীপে অনুষ্ঠিতব্য ‘প্রথম কমনওয়েলথ পুরুষ বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ ২০২৫’-এ ভারতকে বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ম্যাচে ৭-৩ গোলের দাপুটে ব্যবধানে জয় পায় লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচজুড়ে আধিপত্য বিস্তার করে খেলা বাংলাদেশ দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় বিজিবির সিপাহি মো. খোকন মোল্লা নির্বাচিত হন ম্যাচসেরা হিসেবে। এর আগের দিন বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও ৫৩-২৭ গোলের বিশাল ব্যবধানে জয় পায় বাংলাদেশ এবং সে ম্যাচেও সেরা খেলোয়াড় হন খোকন মোল্লা। বিজিবি হ্যান্ডবল দলের খেলোয়াড়রা—সিপাহি মো. খোকন মোল্লা, মো. আ. রউফ, অনিক পারিয়াল ও মো. নাহিদ আলী—দলের জয়ে অসাধারণ ভূমিকা রাখেন।

টুর্নামেন্টে বাংলাদেশের পারফরম্যান্স ইতোমধ্যেই ক্রীড়ামহলে প্রশংসিত হয়েছে। এ প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও দক্ষিণ আফ্রিকা। ১৮ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত মালদ্বীপে চলমান এ আয়োজনে বাংলাদেশের এই জয়ে দেশ গর্বিত বলেও উল্লেখ করা হয়েছে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে