ঢাকা, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

নির্বাচনী মাঠে ব্যতিক্রমী সূচনা শরিফ ওসমান হাদির

২০২৫ সেপ্টেম্বর ১৯ ১৫:০১:৪৬
নির্বাচনী মাঠে ব্যতিক্রমী সূচনা শরিফ ওসমান হাদির

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-৮ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। আজ শুক্রবার বিকেল ৪টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে মিলাদ মাহফিলের মধ্য দিয়ে তিনি তার নির্বাচনী যাত্রার আনুষ্ঠানিক সূচনা করবেন।

বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন,“শুক্রবার বিকেল ৪টায় শাহবাগ জাদুঘরের সামনে আবহমান বাংলার মিলাদ পড়ে নির্বাচনী বিসমিল্লাহ করব আমরা। তবারকে থাকবে ঐতিহ্যবাহী বাতাসা। আপনাদের সবাইকে দাওয়াত।”

ফেসবুক পোস্টের সঙ্গে একটি নির্বাচনী প্রচারণা কার্ডও যুক্ত করেন হাদি, যেখানে লেখা ছিল:“আধিপত্যবাদমুক্ত ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে শরিফ ওসমান হাদি। আপনাদের দোয়া ও পরামর্শ প্রত্যাশী।”

এর আগেই, ১৪ সেপ্টেম্বর এক পোস্টে তিনি জানান,“আগামী শুক্রবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন বিকেলে ঢাকা-৮-এর অলিগলিতে হাঁটব, আপনাদের পরামর্শ শুনব।”

শাহবাগ মোড় থেকে মিলাদ দিয়ে শুরু হওয়া হাদির এই নির্বাচনী যাত্রা এখন নজরে রাজনৈতিক মহল ও তরুণ সমাজের।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে