ঢাকা, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

আইপিও জালিয়াতি: শাহজালাল ইক্যুইটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত

২০২৫ সেপ্টেম্বর ১৭ ১৯:৩৬:০৫
আইপিও জালিয়াতি: শাহজালাল ইক্যুইটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বিতর্কিত মার্চেন্ট ব্যাংক শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড-এর লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) অনুষ্ঠিত ৯৭৩তম কমিশন সভায় এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়। এর মাধ্যমে শেয়ারবাজারে স্বচ্ছতা আনতে নিয়ন্ত্রক সংস্থা আরও একবার তাদের কঠোর মনোভাবের বার্তা দিল।

বিএসইসির তদন্তে জানা যায়, একমি পেস্টিসাইডস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করার সময় শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট ব্যাপক জালিয়াতি ও অনিয়ম করেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, টাকা ছাড়াই কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রি-আইপিও প্লেসমেন্ট শেয়ার বরাদ্দ দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রসপেক্টাসে মিথ্যা তথ্য ও হিসাব কারসাজির মতো গুরুতর অপরাধ সংঘটিত হয়েছে।

কমিশন বলছে, একজন ইস্যু ম্যানেজার হিসেবে শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্টের দায়িত্ব ছিল এসব তথ্য সঠিকভাবে যাচাই করা। কিন্তু তারা তা না করে জালিয়াতিপূর্ণ প্রসপেক্টাসকে অনুমোদন দিয়েছে। এই কারণে তাদের লাইসেন্স বাতিলের প্রক্রিয়া শুরু করা হয়েছে।

তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। জানা গেছে, ইউনুস গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ-এর এই মার্চেন্ট ব্যাংকটির পেছনে ছিলেন সাবেক কর কর্মকর্তা মতিউর রহমান। তিনি শাহজালাল ইক্যুইটির অলিখিত উপদেষ্টা হিসেবে কাজ করতেন। মোহাম্মদ ইউনুস এবং মতিউর রহমানের একটি চক্র দুর্বল কোম্পানিগুলোকে আইপিওর মাধ্যমে বাজারে এনে সাধারণ বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা করেছে। ইউনুস গ্রুপ-এর আরেক কোম্পানি সোনালী পেপার-এর শেয়ার নিয়েও বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে, যা নিয়ে ইতোমধ্যে বিএসইসি ব্যবস্থা নিয়েছে।

সালাউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে