ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

এবার ৩ দল নিয়ে পাঁচ দফা দাবিতে আন্দোলনে এনসিপি

২০২৫ সেপ্টেম্বর ১৭ ১৩:৫০:২৬
এবার ৩ দল নিয়ে পাঁচ দফা দাবিতে আন্দোলনে এনসিপি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের রাজনীতিতে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ছে। রাজনৈতিক দলগুলো দেশব্যাপী যুগপৎ আন্দোলনের মাধ্যমে রাজপথকে উত্তাল করে তুলেছে। এর মধ্যেই, "জুলাই সনদ" বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে রাজপথে নামার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পাশাপাশি, ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) তিনটি সমমনা দলকে সঙ্গে নিয়ে আন্দোলনে অংশ নিচ্ছে।

এনসিপি সূত্র জানিয়েছে, তারা জামায়াতে ইসলামীর মতো কোনো ধর্মভিত্তিক দলের সঙ্গে নয়, বরং মধ্যপন্থী দলগুলোর সঙ্গে যুগপৎ আন্দোলনে যেতে আগ্রহী। এক্ষেত্রে গণঅধিকার পরিষদ, এবি পার্টি এবং আমার বাংলাদেশ পার্টি'র (এবিপি) সঙ্গে তাদের আলোচনা চলছে। ধারণা করা হচ্ছে, এই দলগুলোর মধ্যে দু-একটি দল একত্রিত হয়ে নতুন একটি জোট গঠন করতে পারে।

বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন ব্যবস্থার মাধ্যমে ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন আয়োজন করতে চায়, কিন্তু রাজনৈতিক দলগুলো "জুলাই সনদ" বাস্তবায়নের পদ্ধতি নিয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেনি। এই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি এবং সেটির আলোকে নির্বাচন আয়োজনের দাবি তুলেছে জামায়াতসহ কয়েকটি ধর্মভিত্তিক দল।এ অবস্থায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভরাডুবির কারণে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদকে পুনর্গঠন করে দলের নিয়ন্ত্রণে আনার চিন্তা রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আন্দোলনের এই পরিস্থিতিতে মাহমুদুর রহমান মান্নানের নেতৃত্বাধীন নাগরিক ঐক্য এবং জোনায়েদ সাকির নেতৃত্বাধীন গণসংহতি আন্দোলনের সঙ্গেও এনসিপি'র আলোচনা হয়েছে। তারা মনে করছেন, বিএনপির যুগপৎ আন্দোলনের এই শরিক দলগুলো এনসিপি'র সঙ্গে আসতে রাজি নয়, বরং তারা এনসিপি'কে নিজেদের গণতন্ত্র মঞ্চ জোটে চায়।এদিকে, একজন ছাত্র উপদেষ্টা বিএনপির সঙ্গে সমঝোতায় আগ্রহী। তিনি মনে করেন, যদি এনসিপি এই সমঝোতায় না যায়, তাহলে তিনি নির্বাচনের আগেই বিএনপিতে যোগ দিতে পারেন। এই পরিস্থিতি রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে।

রাজনৈতিক বিশ্লেষক ও আওয়ামী লীগের সহযোগী দলের সদস্যরা বলছেন, জামায়াতের সঙ্গে সখ্যতা করলে পশ্চিমা বিশ্বের কাছে ডানপন্থী হিসেবে পরিচিতি পাবে এনসিপি। এই ধরনের পরিচিতি তাদের রাজনৈতিক ভবিষ্যৎকে প্রভাবিত করতে পারে।সব মিলিয়ে, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন নির্বাচনের আগে বেশ উত্তপ্ত। নতুন জোটের সম্ভাবনা, বিদ্যমান দলগুলোর মধ্যে মতপার্থক্য এবং বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আলোচনা চলছে। এই পরিস্থিতি দেশের রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয়, তা দেখার জন্য সবাইকে অপেক্ষা করতে হবে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে