ঢাকা, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

পরপর দুইবার কামড় দিলেই কুকুরের যাবজ্জীবন কারাদণ্ড

২০২৫ সেপ্টেম্বর ১৭ ১৫:৪১:৪৬
পরপর দুইবার কামড় দিলেই কুকুরের যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: ভারতের উত্তরপ্রদেশ সরকার কুকুরের কামড়ের ঘটনা নিয়ন্ত্রণে আনতে একটি নতুন এবং কঠোর আইন জারি করেছে। এই আইন অনুযায়ী, কোনো কুকুর যদি পরপর দুইবার বিনা উস্কানিতে মানুষকে কামড় দেয়, তবে তাকে আজীবন প্রাণিকেন্দ্রে রাখা হবে। অর্থাৎ, ওই কুকুরের যাবজ্জীবন কারাদণ্ড কার্যকর হবে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই আইনে পথচারীকে কুকুরের প্রথমবার কামড়ানোর পর যদি আক্রান্ত ব্যক্তি অ্যান্টি-রেবিজ টিকা নেন, তাহলে বিষয়টি কর্তৃপক্ষ তদন্ত করবে। শনাক্ত করা কুকুরকে প্রাণী জন্মনিয়ন্ত্রণ কেন্দ্রে নিয়ে গিয়ে জীবাণুমুক্ত করার পর ১০ দিন পর্যবেক্ষণে রাখা হবে এবং এরপর তাকে ছেড়ে দেওয়া হবে। তবে, এর আগে মাইক্রোচিপের মাধ্যমে ওই কুকুরের অবস্থান রেকর্ড করা হবে।

আইনের কঠোরতা প্রকাশ পায় যখন বলা হয়, যদি একই কুকুর দ্বিতীয়বার কোনো কারণ ছাড়াই কাউকে কামড়ায়, তবে তাকে আজীবন প্রাণিকেন্দ্রে আটকে রাখা হবে।

উত্তরপ্রদেশের প্রধান সচিব অমৃত অভিজাত জানিয়েছেন, কুকুর সত্যিই অকারণে পথচারীকে কামড়াচ্ছে কি না, তা নির্ধারণে তিন সদস্যের একটি কমিটি কাজ করবে। এই কমিটিতে একজন ভেটেরিনারি চিকিৎসক, একজন প্রাণী আচরণ বিশেষজ্ঞ এবং পৌর করপোরেশনের একজন কর্মকর্তা থাকবেন।

তবে, কুকুরের এই যাবজ্জীবন কারাদণ্ড থেকে মুক্তির বিধানও আইনে রাখা হয়েছে। কেউ যদি দণ্ডপ্রাপ্ত কুকুরকে দত্তক নেয়, তবেই মিলবে মুক্তি। তবে এক্ষেত্রে কিছু শর্ত দেওয়া হয়েছে: প্রাণিকেন্দ্রে যেসব কুকুর সংরক্ষিত থাকবে, সেগুলো দত্তক নেওয়ার পর রাস্তায় ছাড়া যাবে না। একই সঙ্গে, কোনো অবস্থাতেই প্রাণীটিকে পরিত্যাগ করা যাবে না এবং যত্ন নেওয়ার প্রতিশ্রুতি দিতে হবে। এই শর্তগুলো পালন করা হলে দণ্ডপ্রাপ্ত কুকুরটির শাস্তি মওকুফ হবে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে