ঢাকা, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

নির্বাচিত হয়েই একশনে ঢাবির মুহসিন হলের ভিপি

২০২৫ সেপ্টেম্বর ১৭ ১০:৫৫:৪৩
নির্বাচিত হয়েই একশনে ঢাবির মুহসিন হলের ভিপি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হলের নবনির্বাচিত ভিপি (সহসভাপতি) দায়িত্ব নিয়েই শিক্ষার্থীদের আবাসন সংকট মোকাবেলায় কার্যকর উদ্যোগ নিয়েছেন। মাত্র একদিনেই তিনি প্রথম বর্ষের ১০০ জন শিক্ষার্থীর জন্য নতুন খাট সরবরাহের ব্যবস্থা করেছেন। পাশাপাশি দ্বিতীয় বর্ষ থেকে মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আরও ২০০টি খাট আনার প্রক্রিয়া চলছে।

সম্প্রতি একটি ভিডিও প্রতিবেদনে হলের বাসযোগ্য পরিবেশ এবং আবাসন সংকটের চিত্র তুলে ধরা হয়। ভিপি হুঁশিয়ারি দিয়ে বলেন,"গণরুম-গেস্টরুম সংস্কৃতি ফিরিয়ে আনার চেষ্টা করলে তা আমাদের লাশ পেরিয়ে আসতে হবে।"

তিনি আরও জানান, অনেক শিক্ষার্থী আলমারি ও টেবিলের অভাবে কাপড়চোপড় ও বইপত্র ঠিকমতো রাখতে পারছে না। পড়ার পরিবেশও বিঘ্নিত হচ্ছে। এসব সমস্যা সমাধানে প্রতিটি শিক্ষার্থীর কক্ষে আলাদা টেবিল ও আলমারি সরবরাহের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

হলের পুরনো কাঠের খাটগুলোতে ছারপোকার উপদ্রব সম্পর্কে বলেন,“এই খাটগুলো ছারপোকার আঁতুরঘর।”

শিক্ষার্থীদের সহায়তায় সেগুলো অপসারণ করা হচ্ছে। এছাড়া আসন্ন পূজার ছুটিতে প্রতিটি কক্ষে ছারপোকা নিধনের ঔষধ বিতরণ করবে হল প্রশাসন।

খাবার সংকট দূর করতেও পদক্ষেপ নেওয়া হচ্ছে। হল ক্যান্টিনে "বুয়েট সিস্টেম"-এর মতো মানসম্পন্ন ও নিয়মিত খাবার নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। এতে খাবারের মান ও সাশ্রয়ী মূল্য দুটোই বজায় রাখা হবে।

ভিপির ভাষায়,“আমরা শুধু ব্যক্তি নয়, পুরো সিস্টেম বদলাতে চাই। টেকসই উন্নয়নের জন্য কাঠামোগত পরিবর্তন জরুরি।”

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে