ঢাকা, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

শেয়ারবাজারে সূচক হারালেও লেনদেনে ইতিবাচক অগ্রগতি

২০২৫ সেপ্টেম্বর ১৭ ১৫:০৩:২৩
শেয়ারবাজারে সূচক হারালেও লেনদেনে ইতিবাচক অগ্রগতি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে ওঠানামা অব্যাহত থাকলেও বিনিয়োগকারীদের আগ্রহ কমছে না। চলতি বছরের শুরু থেকেই বাজারে স্থিতিশীলতা ফেরার ইঙ্গিত মিলেছিল। স্বাভাবিক উত্থান-পতনের মধ্য দিয়েই লেনদেন বাড়তে থাকে। বিনিয়োগকারীরাও লোকসান থেকে ঘুরে দাঁড়িয়ে মুনাফা তুলতে শুরু করেছিলেন। তবে গত সপ্তাহের শুরু থেকে সূচকের ধারাবাহিক অগ্রযাত্রায় কিছুটা ছন্দপতন হয়।

এরই মধ্যে আগেরদিন মঙ্গলবার ডিএসইতে সূচক বেড়েছিল প্রায় ৩৫ পয়েন্ট। তবে পরদিন আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) সেই ধারা আর থাকেনি। সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সূচক কমে যায় ১৭ পয়েন্টের বেশি। যদিও দিনের শুরুতে বাজার বেশ চাঙ্গা ছিল।

লেনদেন শুরুর প্রথম দশ মিনিটে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ডিএসইএক্স ৩২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৪১ পয়েন্টে পৌঁছায়। তবে দুপুরের পর থেকে টানা মুনাফা বিক্রির চাপ বাড়তে থাকে। শেষ পর্যন্ত সূচক পতনে দিন শেষ হলেও টাকার অংকে লেনদেন আগের দিনের চেয়ে বেশি হয়েছে।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৭.২৬ পয়েন্ট কমে দাঁড়ায় ৫ হাজার ৪৯২.৩৪ পয়েন্টে। ডিএসইএস সূচক ২.৮৩ পয়েন্ট কমে নামল ১ হাজার ১৯১.২৯ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৭.৩১ পয়েন্ট হারিয়ে অবস্থান করছে ২ হাজার ১২৭.১২ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৩৯৬ কোম্পানির শেয়ার কেনাবেচা হয়। এর মধ্যে ১২৩টির দর বেড়েছে, ১৮৯টির দর কমেছে এবং ৮৪টির দর অপরিবর্তিত ছিল। মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৭৩৭ কোটি ৫৭ লাখ টাকা, যা আগের দিনের ৬৭৪ কোটি ১৩ লাখ টাকার তুলনায় প্রায় ৬৩ কোটি টাকার বেশি।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক নিম্নমুখী থাকলেও লেনদেনে গতি বেড়েছে। এদিন সিএসইতে ২২ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়, যা আগেরদিনের ১১ কোটি ৮৪ লাখ টাকার প্রায় দ্বিগুণ।

সিএসইতে মোট ১৯৬টি কোম্পানির শেয়ার কেনাবেচা হয়। এর মধ্যে ৭০টির দর বেড়েছে, ৮৯টির দর কমেছে এবং ৩৭টির দর অপরিবর্তিত থাকে। সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৮.১৬ পয়েন্ট কমে দাঁড়ায় ১৫ হাজার ৪১৫.৯৭ পয়েন্টে। যদিও এর আগেরদিন সূচক বেড়েছিল ৫৫.২৬ পয়েন্ট।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে