ঢাকা, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

উবার অ্যাপে ডাকা যাবে হেলিকপ্টার

২০২৫ সেপ্টেম্বর ১৭ ১৭:৩৪:৪৮
উবার অ্যাপে ডাকা যাবে হেলিকপ্টার

নিজস্ব প্রতিবেদক: বিশ্বের অন্যতম বৃহৎ রাইড-শেয়ারিং কোম্পানি উবার এক যুগান্তকারী উদ্যোগ নিতে যাচ্ছে। প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছে, ২০২৬ সালের মধ্যে তারা যাত্রীদের জন্য হেলিকপ্টার ও সি-প্লেন ভাড়া করার সুবিধা চালু করবে — সরাসরি উবার অ্যাপের মাধ্যমেই।

এই পরিষেবার জন্য উবার অংশীদার হয়েছে জোবি এভিয়েশন নামক একটি বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি নির্মাতা কোম্পানির সঙ্গে। জোবি সম্প্রতি ব্লেড এয়ার মোবিলিটি অধিগ্রহণ করেছে, যারা বর্তমানে নিউইয়র্কসহ বিভিন্ন শহরে বিলাসবহুল হেলিকপ্টার ফ্লাইট সেবা দিয়ে আসছে।

এই একত্রীকরণের ফলে, ভবিষ্যতে যাত্রীরা তাদের ফোনের উবার অ্যাপ ব্যবহার করে যেমন গাড়ি বা ট্যাক্সি ডাকে, ঠিক তেমনভাবেই এয়ারক্রাফট বুক করতে পারবে — হেলিকপ্টার বা সি-প্লেন।

যদিও এখনো নির্দিষ্ট শহর বা রুট চূড়ান্ত করা হয়নি, তবে উবার ও জোবির কর্মকর্তারা জানিয়েছেন, বিমানবন্দর-কেন্দ্রিক ভ্রমণ হবে তাদের প্রাথমিক লক্ষ্য। অর্থাৎ, শহরের কেন্দ্র থেকে দ্রুততম সময়ে বিমানবন্দরে পৌঁছানোর জন্য এই এয়ার সেবা হতে পারে আদর্শ।

উদাহরণস্বরূপ, বর্তমানে ব্লেড এয়ার মোবিলিটির মাধ্যমে:

ম্যানহাটন → JFK আন্তর্জাতিক বিমানবন্দর

ম্যানহাটন → নিউ জার্সির লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দর

এই দুই রুটে যাত্রীদের খরচ হয় গড়ে ১৯৫ মার্কিন ডলার। উবারের সেবাও এই ভাড়ার কাছাকাছি হবে বলে ধারণা করা যাচ্ছে, যদিও এখনো অফিশিয়ালি কিছু বলা হয়নি।

এই সেবার মাধ্যমে উবারের লক্ষ্য হলো, শুধু সড়কপথে নয়, আকাশপথেও শহরভিত্তিক যাতায়াত সহজ, দ্রুত ও আধুনিক করে তোলা। একে তারা তাদের “মাল্টি-মোডাল ট্রান্সপোর্ট ভিশন”-এর অংশ হিসেবে বিবেচনা করছে।

যদিও প্রাথমিকভাবে এই সেবা সীমিত শহরেই চালু হবে এবং মূলত উচ্চ আয়ের যাত্রীদের লক্ষ্য করে তৈরি, তবে প্রযুক্তির প্রসার এবং প্রতিযোগিতা বাড়ার সঙ্গে সঙ্গে ভবিষ্যতে হয়তো এই সেবা আরও সাশ্রয়ী হয়ে উঠবে।

যেহেতু এখনো কোনো অফিশিয়াল চার্জ নির্ধারিত হয়নি, তবে ব্লেডের বর্তমান ফ্লাইট ভাড়ার ভিত্তিতে অনুমান করা যায়:প্রতি ফ্লাইট: আনুমানিক ১৫০–২০০ ডলার (১৬,৫০০–২২,০০০ টাকা),এই ফ্লাইটে যাত্রীসংখ্যা, সময় এবং দূরত্বের ওপর ভিত্তি করে ভাড়ার পরিবর্তন হতে পারে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে