ঢাকা, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

জীবনের শেষ মেসেজে যা লিখেছিলেন শঙ্কর

২০২৫ সেপ্টেম্বর ১৫ ১২:০৭:০১
জীবনের শেষ মেসেজে যা লিখেছিলেন শঙ্কর

নিজস্ব প্রতিবেদক: ভারতের তামিলনাড়ু রাজ্যে ঘটে গেল এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা। মাত্র ৪০ বছর বয়সে, অফিসে ছুটি চেয়ে মেসেজ পাঠানোর মাত্র ১০ মিনিট পরেই মারা গেলেন শঙ্কর নামের এক ব্যক্তি। হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং মানুষের মাঝে আতঙ্কও ছড়িয়ে দিয়েছে।

ঘটনার দিন, স্থানীয় সময় সকাল ৮টা ৩৭ মিনিটে শঙ্কর তার ম্যানেজার কে ভি আইয়ারকে একটি মেসেজ পাঠান, যাতে তিনি লেখেন:“স্যার, তীব্র পিঠের ব্যথার কারণে আজ অফিসে আসতে পারছি না। অনুগ্রহ করে ছুটি মঞ্জুর করুন।”উত্তরে ম্যানেজার তাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন।

কিন্তু মাত্র ১০ মিনিটের মাথায়, তিনি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু ঘটে এই কর্মচারীর। সকাল ১১টার দিকে অফিসে পৌঁছায় তার মৃত্যুর খবর।

ম্যানেজার আইয়ার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন,“একজন মানুষ মৃত্যুর মাত্র ১০ মিনিট আগে পুরোপুরি সচেতন অবস্থায় আমাকে বার্তা দিয়েছে। আমি ভেঙে পড়েছি। জীবন কতটা অনিশ্চিত, সেটা ভাবলেই শিউরে উঠি।”

পেশায় ছিলেন একজন তথ্যপ্রযুক্তি পেশাজীবী।ছয় বছর ধরে একই প্রতিষ্ঠানে কর্মরত।মদ্যপান বা ধূমপানের অভ্যাস ছিল না।বিবাহিত, একটি কন্যাসন্তান রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, হঠাৎ হার্ট অ্যাটাকের আগেও এমন উপসর্গ দেখা দিতে পারে, যেমন:পিঠে ব্যথা,হালকা বমিভাব,অস্বস্তি,ঘাম,হঠাৎ ক্লান্তি

এগুলোকে অনেক সময় গ্যাস্ট্রিক বা সাধারণ ব্যথা বলে ভুল ধরে অবহেলা করা হয়। কিন্তু এই উপসর্গগুলো হার্ট অ্যাটাকের প্রাথমিক সংকেত হতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, হার্ট অ্যাটাকের পরে প্রথম ৬০–৯০ মিনিট হলো “গোল্ডেন আওয়ার” — এই সময়ের মধ্যে চিকিৎসা পেলে বাঁচার সম্ভাবনা সবচেয়ে বেশি।

এদিকে কোভিড-পরবর্তী সময়ে ৩৫–৪৫ বছর বয়সীদের মধ্যে হঠাৎ হার্ট অ্যাটাকের হার নাটকীয়ভাবে বেড়েছে বলে মন্তব্য করেছেন চিকিৎসকরা। সরকারের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে