ঢাকা, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

কমিউনিটি ব্যাংক-সোলশেয়ারের মধ্যে চুক্তি সই

২০২৫ সেপ্টেম্বর ১০ ১৯:১৪:২৪
কমিউনিটি ব্যাংক-সোলশেয়ারের মধ্যে চুক্তি সই

নিজস্ব প্রতিবেদক: দেশে বৈদ্যুতিক থ্রি-হুইলার পরিবহন খাতে স্মার্ট ও জ্বালানি-সাশ্রয়ী ব্যাটারির ব্যবহার বাড়াতে কৌশলগত অংশীদারত্বে যুক্ত হয়েছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি ও সোলশেয়ার লিমিটেড।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি সই হয়। এতে দুই প্রতিষ্ঠানের উচ্চপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তিতে স্বাক্ষর করেন কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কিমিয়া সাআদত এবং সোলশেয়ারের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সেবাস্টিয়ান গ্রোহ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংকের হেড অব করপোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম, হেড অব এডিসি এবং এমডিস কোঅর্ডিনেশন টিমের প্রধান মো. মামুন-উর রহমান, সোলশেয়ারের ফাইন্যান্স ডিরেক্টর আনিসা আলী, সিএফএ, এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

চুক্তির আওতায় কমিউনিটি ব্যাংকের গ্রিন এসএমই ঋণ সুবিধা ও সোলশেয়ারের ‘পে-অ্যাজ-ইউ-গো’ (PAYG) প্রযুক্তি মিলিয়ে একটি নতুন, নমনীয় ও অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন মডেল গড়ে তোলা হবে। এর মাধ্যমে শত শত বৈদ্যুতিক যানবাহন পরিচালনাকারী গ্যারেজ সহজে স্মার্ট ব্যাটারি প্রযুক্তি ব্যবহারের সুযোগ পাবে।

অনেক উদ্যোক্তা স্মার্ট ব্যাটারির সুবিধা গ্রহণে আগ্রহী হলেও উচ্চ ব্যয়ের কারণে এতদিন তা সম্ভব হচ্ছিল না। নতুন এই অংশীদারত্ব উদ্যোক্তাদের জন্য সাশ্রয়ী ও সহজ অর্থায়নের দ্বার খুলে দেবে।

বিশেষজ্ঞরা বলছেন, এই উদ্যোগ পরিবেশবান্ধব জ্বালানি, টেকসই অর্থনীতি এবং পরিবহন খাতে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করার পথে এক গুরুত্বপূর্ণ মাইলফলক।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে