ঢাকা, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

ছাত্রলীগের ট্যাগ নিয়ে যা বললেন ভিপি প্রার্থী শামীম

২০২৫ সেপ্টেম্বর ০৯ ১৬:১৭:৫৩
ছাত্রলীগের ট্যাগ নিয়ে যা বললেন ভিপি প্রার্থী শামীম

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভিপি (সহসভাপতি) পদপ্রার্থী শামীম হোসেন তার রাজনৈতিক পরিচয় ও বর্তমান বিশ্ববিদ্যালয় পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেন, তিনি বাংলাদেশ জাসদের ছাত্রসংগঠন জাসদ ছাত্রলীগের সমর্থিত প্রার্থী। তবে তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাংলাদেশ ছাত্রলীগ (বিসিএল) বা বিএসএল বলে প্রচার চালানো হচ্ছে, যাতে বিভ্রান্তি ছড়ানো যায়। শামীম জানান, জাসদ ছাত্রলীগ সম্প্রতি নিবন্ধন পেলেও এবারের নির্বাচনে অংশ নিতে পারেনি। তিনি দাবি করেন, এটি একটি কৌশল—নির্বাচনে তাকে দুর্বল করতে এবং তার ভাবমূর্তি নষ্ট করতেই তাকে ভুলভাবে "ট্যাগ" করা হচ্ছে।

শামীম বলেন, অতীতেও এমন ঘটনার শিকার হয়েছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, যাকে ‘শিবির’ ট্যাগ দিয়ে অপপ্রচার চালানো হয়েছিল। তিনি মনে করেন, এটি পরাজয়ের ভয় থেকে উদ্ভূত অপপ্রচার। এছাড়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষক রাজনীতির বিষয়েও মন্তব্য করেন তিনি। জানান, দর্শন বিভাগের শিক্ষক নীলিমা ম্যাম জুলাই আন্দোলনকে ‘মব’ ও ‘রাজাকার’ আখ্যা দেওয়ায় তিনি তাৎক্ষণিক বরখাস্তের দাবিতে আন্দোলনে নেতৃত্ব দেন। এর ফলে ‘নীল দল’-এর (আওয়ামী লীগপন্থী শিক্ষক গোষ্ঠী) অনেকের বিরাগভাজন হয়েছেন বলেও দাবি করেন শামীম। তার ভাষায়, এ কারণেই তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হচ্ছে এবং তাকে "স্যাবোটাজ" করা হচ্ছে।

ভিপি প্রার্থী শামীম আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে বিদ্যমান "সেটেলমেন্ট" ভেঙে দিতে তার বিজয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যেখানে নীল ও সাদা (শিক্ষক রাজনীতির দুই পক্ষ) একে অপরকে সহায়তা করে থাকেন, সেখানে তিনি এই গোষ্ঠীগত আধিপত্যের বিরুদ্ধে পরিবর্তনের প্রতীক হয়ে উঠতে চান।

তিনি আরও বলেন, "আমার কোনো ব্যক্তি বা গোষ্ঠী নেই, কিন্তু দেশের সাধারণ মানুষ—যারা গার্মেন্টস শ্রমিক, প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা—তাদের পরিশ্রমের টাকায় যে বিশ্ববিদ্যালয় চলে, তাদের সন্তানদের হয়ে আমি কথা বলেছি, আন্দোলন করেছি। তাই তারা আমাকে নৈতিক সমর্থন দিয়েছেন।" শামীম কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "ভোটে হারলেও দেশের মানুষের এই ভালোবাসা-সমর্থনই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন।"

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে