ঢাকা, বুধবার, ২৭ আগস্ট ২০২৫
Sharenews24

বিএসসির বহরে যুক্ত হচ্ছে আধুনিক বাল্ক ক্যারিয়ার

২০২৫ আগস্ট ২৬ ১৯:১৮:৩৩
বিএসসির বহরে যুক্ত হচ্ছে আধুনিক বাল্ক ক্যারিয়ার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) বহরে যুক্ত হচ্ছে দুটি অত্যাধুনিক বাল্ক ক্যারিয়ার জাহাজ। মঙ্গলবার চট্টগ্রামের বিএসসি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কমডোর মাহমুদুল মালেক।

তিনি জানান, সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের অনুমোদনের মাধ্যমে বিএসসির নিজস্ব অর্থায়নে জাহাজ দুটি কেনার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। প্রতিটি জাহাজের ধারণক্ষমতা ৫৫,০০০ থেকে ৬৬,০০০ ডেডওয়েট টন (ডিডব্লিউটি)। প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ১,১৬২৯৬.২৪ লক্ষ টাকা।

আন্তর্জাতিক দরপত্র আহ্বানের মাধ্যমে নির্বাচিত হয়েছে গ্রিসভিত্তিক প্রতিষ্ঠান হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসি। প্রতিটি ৬৩,৫০০ ডিডব্লিউটি ক্ষমতাসম্পন্ন জাহাজের দাম নির্ধারিত হয়েছে ৩৮.৩৪৯ মিলিয়ন মার্কিন ডলার। দুটি জাহাজের মোট মূল্য দাঁড়িয়েছে ৭৬.৬৯৮ মিলিয়ন মার্কিন ডলার, যা প্রাক্কলিত মূল্যের তুলনায় প্রায় ৪.৬০ শতাংশ কম।

এমডি মাহমুদুল মালেক জানান, ইউরোপীয় ও জাপানি প্রযুক্তিতে নির্মিত এই জাহাজগুলো পরিবেশবান্ধব নকশায় তৈরি। পরিকল্পনা অনুযায়ী, প্রথম জাহাজটি ২০২৫ সালের সেপ্টেম্বর এবং দ্বিতীয়টি নভেম্বরে বিএসসির বহরে যুক্ত হবে।

তিনি বলেন, “এই দুটি জাহাজ যুক্ত হলে বিএসসির বহরের পরিবহন সক্ষমতা প্রায় ১,২০,০০০ ডিডব্লিউটি বৃদ্ধি পাবে। ফলে দেশের সমুদ্র বাণিজ্যে নতুন গতি আসবে।”

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে