ঢাকা, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
Sharenews24

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

২০২৫ আগস্ট ২২ ১৫:১২:০৩
বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

নিজস্ব প্রতিবেদক: দেশের এমপিওভুক্ত সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের জন্য বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানোর প্রস্তাব পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রস্তাব অনুযায়ী, শিক্ষকদের মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া এবং চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে।

বুধবার (২০ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ের অর্থবিভাগে পাঠায়। শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (কলেজ অনুবিভাগ) মো. মজিবর রহমান জানান, অর্থবিভাগের অনুমোদন পেলে প্রস্তাব কার্যকর হবে। তবে এজন্য কিছুটা সময় লাগবে।

উল্লেখ্য, শিক্ষকরা আগে থেকেই মূল বেতনের ৪৫ শতাংশ হারে বাড়িভাড়া এবং অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের আহ্বায়ক অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী জানান, সরকার যদি এ প্রস্তাব বাস্তবায়ন করে, তাহলে আপাতত আন্দোলনে যাবে না শিক্ষকরা। তবে অর্থবিভাগ থেকে অনুমোদন না এলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

এর আগে ১৩ আগস্ট প্রেস ক্লাবের সামনে শিক্ষকরা পাঁচ দফা দাবিতে বিক্ষোভ করেন এবং পরে শিক্ষা উপদেষ্টার সঙ্গে দেখা করে আন্দোলন স্থগিত করেন। তাদের ঘোষিত কর্মসূচির মধ্যে ছিল ১৪ সেপ্টেম্বর অর্ধদিবস, ১৫ ও ১৬ সেপ্টেম্বর পূর্ণদিবস কর্মবিরতি এবং ১২ অক্টোবর থেকে লাগাতার অবস্থান কর্মসূচি।

বর্তমানে এমপিওভুক্ত শিক্ষকরা বাড়িভাড়া বাবদ ১ হাজার টাকা এবং চিকিৎসা বাবদ ৫০০ টাকা পান। নতুন প্রস্তাব অনুমোদিত হলে এই দুই ভাতাই দ্বিগুণের বেশি হবে, যা প্রায় সাড়ে পাঁচ লাখ শিক্ষক-কর্মচারীর জন্য স্বস্তির খবর।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে